More

Social Media

Light
Dark

আয়ারল্যান্ডের সঙ্গী জিম্বাবুয়ে

বাংলাদেশকে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে হারানোর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ওয়ানডে ম্যাচে হারিয়ে বিশ্বকাপের জন্য দারুন প্রস্তুতি নিয়েছিলো জিম্বাবুয়ের ক্রিকেটাররা। মূলত ডেভিড হটন কোচ হয়ে আসার পর আমূল বদলাতে শুরু করে জিম্বাবুয়ের ক্রিকেট। ফলাফল, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো মূলপর্বে সুযোগ পেলো আফ্রিকার এই দেশটি।

আজ ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ বি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডের সঙ্গী হয়ে মূলপর্বে জায়গা করে নিলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিতলেই সুপার টুয়েলেভ নিশ্চিত এমন ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ওপেনার মাইকেল জোনস ও উইকেটকিপার ব্যাটার ম্যাথু ক্রস  মাত্র ৪ ও ১ রান করে ফিরে যান।ওয়েস্ট ইন্ডিজকে হারানোর নায়ক ওপেনার জর্জ মুনশী অধিনায়ক রিচি বেরিংটনকে নিয়ে দলের ইনিংস মেরামতে মনোযোগ দেন।

দশম ওভারে অধিনায়ক রিচি বেরিংটন ১৫ বলে ১৩ করে ফিরে গেলে উইকেটে আসা ক্যালাম ম্যাকলয়েডকে নিয়ে আরেক দফা জুটি গড়েন জর্জ মুনশী। নিজের অর্ধশতকে পৌঁছনোর পর মুনশী এনগারাভার বলে ক্যাচ দিয়ে ফিরে গেলে দলের রান তখন ১৬.১ ওভারে ৯৮ চার উইকেট হারিয়ে। উইকেটে তখনো সেট ব্যাটার ক্যালাম ম্যাকলয়েড থাকলেও তিনি রানের গতি বাড়াতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩২ রানের পুঁজি পায় স্কটল্যান্ড। ইনিংসের শেষ ওভারে আউট হওয়া  ক্যালাম ম্যাকলয়েড ২৬ বলে মাত্র ২৫ রান করেন। জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাতারা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নেন।

ads

জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ১৩৩ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারেই রেগিস চাকাভা ও ওয়েসলী মাধভিরের উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপর উইকেটে জুটি গড়েন জিম্বাবুয়ের অভিজ্ঞ দুই ব্যাটার ক্রেইগ আরভিন ও শীন উইলিয়ামস। তবে এই দুজনে উইকেট হারাতে না দিলেও রান তোলার গতি ছিলো কম। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্ৰহ মাত্র ৩০ রান দুই উইকেট হারিয়ে। অষ্টম ওভারের শেষ বলে শীন উইলিয়ামস আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে তৃতীয় উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের।

এরপর সিকান্দার রাজা উইকেটে এসে মারমূখী ব্যাটিংয়ে ম্যাচে ফেরান জিম্বাবুয়েকে। চতুর্থ উইকেট জুটিতে ৪২ বলে ৬৪ রান যোগ করেন ক্রেইগ আরভিন সিকান্দার রাজা। যার মধ্যে ডানহাতি অলরাউন্ডারের সংগ্রহ ২৩ বলে ৪০।নিজের অর্ধশত রান পূরণের পর অধিনায়ক আরভিন মার্ক ওয়াটের বলে ফিরে গেলে ম্যাচে ফিরে আসার আভাস দেয় স্কটল্যান্ড। তবে দুই অলরাউন্ডার মিল্টন শুম্বা ও রায়ান বার্ল ব্যাট হাতে কোনো ভুল না করলে ইনিংসের ১৮.৩ ওভারেই ১৩৩ রানের লক্ষ্যে পৌঁছায় জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৫৪ বলে ৫৮ রান করেন।স্কটল্যান্ডের হয়ে জশ ডেভি দুইটি উইকেট শিকার করেন। 

এই জয়ে মূলপর্বে পৌঁছে গেল জিম্বাবুয়ে। দিনের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দেয়া আয়ারল্যান্ডের সঙ্গী হয় তারা। গ্রুপ বি তে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে উভয়ে দুইটি করে জয়ে চার পয়েন্ট নিয়ে পরের পর্বে উত্তীর্ণ হয়েছে।দুই দলেরই পয়েন্ট সমান হলেও রান রেট ব্যবধানে গ্রুপের প্রথম দল হিসেবে পরের পর্বে উত্তীর্ণ হয় জিম্বাবুয়ে যেখানে তারা ভারত,পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মোকাবিলা করবে। 

দ্বিতীয় হওয়া আয়ারল্যান্ড এর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড,আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হবে। আগামীকাল ২২শে অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াই শুরু হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link