More

Social Media

Light
Dark

রেফারির সাহায্য পাওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন জিদান

আগের ম্যাচেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা গোল বাতিল হয়েছিলো ভ্যালেন্সিয়ার। এরপর কোচ আলবার্ত সেলাদেস বাতিল হওয়া গোল নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন। এরপর জেরার্ড পিকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিতর্কের আগুনে আরেকটু হাওয়া দেয়। রেফারিদের সাহায্য পাওয়া নিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। 

রিয়াল সোসিয়েদাদের মাঠে তার দল মাঠে নামবে আগামীকাল। এর আগে সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গ উঠতেই জিদানের সোজাসাপ্টা উত্তর, ‘কালকের ম্যাচটাই আমার মনোযোগের কেন্দ্রে আছে। আমার নিজস্ব মতামত আছে, কিন্তু সেটা প্রকাশ করবো না। সবাই সবার মতো করে ভাবতে পারে।’

বাস্ক দলটার বিপক্ষে জিতলেই তিন রাউন্ড পর আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। জিদান জানালেন আপাতত সেখানেই মনোযোগ দিচ্ছে তার দল, ‘আমরা আপাতত আগামী ম্যাচটা নিয়েই ভাবছি। কারণ এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই সত্যি। আমরা চাই মাঠেই খেলতে। আমি এমনই, এটাই আমার জীবনের ধরণ। আমার জীবনে প্রভাব ফেলে এমন সবকিছু থেকেই সুবিধা ভোগ করতে চাই আমি। আমি ভাগ্যবান কারণ আমার পছন্দের কাজটাই আমি করতে পারছি, সবাই এমনটা বলতে পারে না।’

ads

‘যখন আপনি কোচ, তখন সংবাদ সম্মেলনে একটা বাজে বিষয় নিয়ে আলোচনা করলে কোন কিছু বদলে যাবে না। আমি শুধু বলবো, রেফারিরা আমাদের সাহায্য করছেন না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link