More

Social Media

Light
Dark

ব্রাজিলের কোচ হবেন জিদান!

প্রতিভায় পরিপূর্ণ এক স্কোয়াড, খেলোয়াড়দের বাজারমূল্যের দিকে তাকালে চোখ কপালে ওঠে, এদের প্রত্যেকেই আবার নিজেদের ক্লাবের তারকা – ব্রাজিল দলের ফুটবলারদের গল্পটা এমনই। প্রতিটা পজিশনেই আছে একাধিক সেরা ফুটবলার, তবে নামের ভারে এগিয়ে থাকলেও হতাশায় শেষ হয়েছে সেলেসাওদের ফুটবল বিশ্বকাপ মিশন। ষষ্ঠ বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে কাতারে পা রাখলেও ফিরে যেতে হয়েছে আক্ষেপ নিয়ে।

আর এই ব্যর্থতার জন্য ফুটবলারদের দায় যতটা না বেশি, তারচেয়ে বেশি দায় ব্রাজিলের কোচ তিতের, এমনটাই মনে করেন অধিকাংশ ফুটবল বিশ্লেষক এবং ভক্তরা। ব্যর্থতার দায়ভার মেনে নিয়ে অবশ্য নিজেই সরে গিয়েছেন তিতে; ২০২২ বিশ্বকাপ যাত্রা শেষ হতেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। আর তাই ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনও ব্যস্ত হয়ে পড়েছে তিতের উত্তরসূরির খোঁজে।

অনেকটা সময় ধরেই ব্রাজিল দলের দায়িত্বে স্বদেশী কোচদেরই শুধু বিবেচনা করা হত। তবে তিতের বিদায়ের পর সেই ভাবনায় ছেদ পড়েছে, এখন ইউরোপীয় কোচদের নিয়েও ভাবছে ব্রাজিল। বিশেষ করে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, টমাস টুখেলের মত খ্যাত কোচদের নিয়ে আলোচনা করেছে তারা। এবার সেলেসাও দলের সম্ভাব্য কোচের তালিকায় যোগ হয়েছে নতুন নাম – জিনেদিন জিদান।

ads

রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য জিনেদিন জিদান নামটা বড্ড বিশেষ। ক্লাবকে একটানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন তিনি, ভঙ্গুর স্কোয়াড নিয়েও জিতেছেন লা লিগা। তবে ২০২১ সালের মে মাসে লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব ছাড়ার পর থেকে অখন্ড অবসরে জিজু। তাই তো ফ্রান্স কিংবদন্তির সাথে চুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছে ব্রাজিল।

এর আগে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এর কোচ হওয়ার জন্য জিনেদিন জিদানকে অনুরোধ করেছিল দলটির ম্যানেজম্যান্ট। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডও নিজেদের ডাগ আউট চেয়েছিল এই বিশ্বকাপ জয়ী তারকাকে। তবে জিদানের মনের কোণে আছে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার বাসনা। আর তাই ক্লাবগুলোর কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু আপাতত জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন ফিকে হয়ে এসেছে জিনেদিন জিদানের। ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বর্তমান কোচ দিদিয়ের দেশমকে নিয়ে খুশি। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফরাসিদের বিশ্বকাপ জিতেছিলেন দেশম। এই অভিজ্ঞ কোচকে আরো কয়েক বছর দলের সাথেই চায় ফরাসি ফেডারেশন। গুঞ্জন রয়েছে যে, অন্তত ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত দিদিয়ের দেশমের সাথে চুক্তি রাখতে চায় তাঁরা।

ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ প্রায় কমে যাওয়াতেই জিনেদিন জিদান আর ব্রাজিল দলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিখ্যাত গণমাধ্যম এল’ইকুয়েপ প্রতিবেদন তৈরি করে যে, তিতের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের নাম শোনা যাচ্ছে।

ফ্রান্স জাতীয় দলের কোচিং-এ সুযোগ না পেলে হয়তো জিনেদিন জিদান আবারো ফিরে যেতে পারেন ক্লাব ম্যানেজম্যান্টে। সেক্ষেত্রে সিরি এ বা লা লিগার কোন ক্লাব হতে পারে তাঁর পরবর্তী গন্তব্য। যদিও জুভেন্টাসের কোচের পদ খালি নেই তবে জিদানের ঘনিষ্ঠজনদের মত তুরিনের ক্লাবটির প্রতি আগ্রহ রয়েছে ফরাসি সুপারস্টারের।

জিনেদিন জিদান আর ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি দাওয়া মিললেই নতুন এক অভিজ্ঞতা পাবে ফুটবল বিশ্ব। স্বল্প সময়ের কোচিং ক্যারিয়ারে সফলতার কমতি নেই জিদানের, সেই জাদুর কাঠি নিজেদের সাথে পেলে খুশিই হবে নেইমার, ভিনি জুনিয়ররা। তবে দিদিয়ের দেশমের সাথে ফ্রান্স দলের সম্পর্কও প্রভাবিত করতে পারে জিদানের ভবিষ্যৎকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link