More

Social Media

Light
Dark

বিপিএলের সম্ভাব্য সেরা পাঁচ তরুণ

নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে পর্দা উঠছে বিপিএলের। বিতর্ক থাকলেও বিশ্বজুড়ে থাকা উঠতি প্রতিভা খুঁজে আনতে বিপিএলের জুড়ি মেলা ভার। বিশ্বক্রিকেটের বেশ কয়েকজন তারকাই প্রথমবারের মতো লাইমলাইটে আসেন বিপিএলে ভালো খেলেই। 

আসুন দেখে নেয়া যাক এবারের বিপিএলের পাঁচ তরুণ প্রতিভা যারা কিনা হতে পারেন বিশ্বক্রিকেটের পরবর্তী তারকা। 

  • মৃত্যুঞ্জয় চৌধুরী – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বিগত আসরের বিপিএলে চট্টগ্রামের হয়ে অভিষেক ঘটে ২১ বছর বয়সী বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। নিজের প্রথম আসরেই মাত করেছিলেন তিনি। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সেরা পাঁচে স্থান করে নেন এই পেসার।

ads

সিলেটের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকও ছিল এই পেসারের দখলে। ফর্মটা তিনি ধরে রেখেছেন বছরজুড়েই, ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা এ দল সবখানেই তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। এছাড়াও আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামেন তিনি। এবারের আসরেও মৃত্যুঞ্জয় চাইবেন পুরনো ফর্মটা ধরে রাখতে। 

  • জাকির আলী – কুমিল্লা ভিক্টোরিয়ান্স

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির আলী বছরজুড়েই ছিলেন রানের মাঝে। মূলত লাল বলের ক্রিকেটার ভাবা হলেও দলের প্রয়োজনে হাত খুলে খেলতে জানেন এই তরুণ। জাতীয় দলের আশেপাশে থাকা এই তরুণের জন্য বিপিএল হতে পারে নিজেকে প্রমাণের এক আদর্শ মঞ্চ।

২৪ বছর বয়সী জাকির ইতোপূর্বে সিলেট, ঢাকা এবং খুলনার হয়ে খেলেছেন। এবার তাঁকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একাদশে জায়গা পেলে জাকের নিশ্চিতভাবেই চাইবেন ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিতে। 

  • আকবর আলী – সিলেট স্ট্রাইকার্স

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী এবারের বিপিএলে মাঠে নামবেন মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্সের হয়ে। বয়সভিত্তিক ক্রিকেটের ধাপ পেরিয়ে তিন বছর কেটে গেলেও এখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। 

চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশ করায় খ্যাতি আছে আকবরের। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো নিজের সেরাটা দিতে পারেননি তিনি। সতীর্থ মাহমুদুল জয় ইতোমধ্যে জাতীয় দলে খেললেও মঞ্চটা বহুদূরের পথ আকবরের জন্য। দারুণ একটা বিপিএল মৌসুম হয়তো আবারো ট্র্যাকে ফেরাবে তাঁকে 

  • সায়িম আইয়ুব – রংপুর রাইডার্স

পাকিস্তানের তরুণ ওপেনার সায়িম আইয়ুব এবারের বিপিএলে মাঠে নামবেন রংপুর রাইডার্সের হয়ে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন এই মারকুটে ব্যাটার। সিন্ধের হয়ে বিধ্বংসী ১৫৫.২২ স্ট্রাইকরেটে ৪১৫ রান করেন এই তরুণ। 

যদিও পিএসএলে নিজের প্রথম মৌসুমটা ভালো কাটেনি তাঁর। তবে এবারের বিপিএল হতে পারে তাঁর জন্য দারুণ এক মঞ্চ। উইকেটের চারপাশেই শট খেলার সামর্থ্য আছে তাঁর। পাওয়ারপ্লেতে রীতিমতো ঝড় তোলার পাশাপাশি বড় ইনিংস খেলার অভিজ্ঞতা আছে তাঁর। 

তবে তারকাবহুল রংপুরের একাদশে তাঁর জায়গা পাবার সম্ভাবনা কম। সুযোগ পেলে নিজের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে থাকবেন সায়িম। 

  • টম মুরস – সিলেট স্ট্রাইকার্স

২৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান টম মুরস এবারের বিপিএলে সিলেটের একাদশে দারুণ এক সংযোজন। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হলেও বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি লিগের খেলার অভিজ্ঞতা আছে তাঁর।

দ্য হান্ড্রেডে নিয়মিত ব্যাট করার সুযোগ না পেলেও যখনি বাইশ গজে নেমেছেন, রীতিমতো ঝড় তুলেছেন। তাঁর স্ট্রাইকরেটও দুর্দান্ত, ১৪৩.১৮! দৌড়ে রান নেবার চাইতেই বাউন্ডারি হাঁকাতেই বেশি পছন্দ করেন মুরস।

এছাড়া উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতা সাহায্য করবে মুরসকে। ইতিপূর্বে পিএসএলে মুলতান সুলতান্স এবং এলপিএলে জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link