More

Social Media

Light
Dark

হাতুরুর রেসিপি মেনেই খেলছেন রাব্বি

বেশ বাজে সময় কাটছিল ইয়াসির আলী চৌধুরী রাব্বির। ইনজুরি থেকে ফিরে আসার পর থেকে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেটেছে যাচ্ছেতাই ভাবে। কোথাও পারফর্ম না করেও জাতীয় দলে ফেরার পর সেই ফেরাটাও রাঙাতে পারেননি রাব্বি। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ দিয়ে রানে ফিরতে শুরু করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

প্রাইম ব্যাংকের হয়ে রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রাব্বি। ক’দিন আগেই বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জাতীয় দলে অভিষেকের পর থেকে পাঁচ নম্বরে খেললেও কোচ চান্দিকা হাতুরুসিংহে রাব্বিকে দিয়েছেন সাত নম্বর পজিশনের দায়িত্ব। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে থাকার পরেও তেমন কিছু একটা করার সুযোগ পাননি রাব্বি। প্রথম ম্যাচে ১০ বলে ১৪ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন সাত বলে সাত রান।

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে একাদশ থেকেই বাদ পড়েন রাব্বি। তবে, বিশ্বকাপ পরিকল্পনায় যে আপাতত রাব্বি আছেন তা হয়তো তিনি নিজেও ভালো করেই জানেন। তাই প্রাইম ব্যাংকের হয়েও ব্যাট করছেন লোয়ার মিডল অর্ডারে। এ ম্যাচে রাব্বি যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের অবস্থাও খুব একটা ভালো ছিল না। ভালো সূচনার পরেও ১৫৮ রানে চার উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ads

ছয় নম্বরে ব্যাটিংয়ে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেটই খেলতে থাকেন রাব্বি। প্রথম থেকেই খেলতে থাকেন ১০০ এর বেশি স্ট্রাইক রেটে। নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৪ তম হাফ সেঞ্চুরিটি তিনি পেয়ে যান মাত্র ৪৫ বলেই। অর্ধ শতকের দেখা পাবার পরে যেন রূপগঞ্জের বোলারদের ওপর আরো চড়াও হন রাব্বি।

এক পর্যায়ে সেঞ্চুরিটাও খুবই সম্ভব মনে হচ্ছিলো রাব্বির জন্য। কিন্তু বৃষ্টির কারণে ৪৯ ওভারে নেমে আসা ইনিংসে আলাউদ্দিন বাবুর করা শেষ বলে লং অনে ক্যাচ দিয়ে আউট হবার আগে রাব্বি খেলেন ৭১ বলে ৯৬ রানের ইনিংস। ১৩৫.২১ স্ট্রাইকরেটে খেলা রাব্বির ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা।

রাব্বির এই ইনিংসে ভর করে প্রাইম ব্যাংক নির্ধারিত ৪৯ ওভার শেষ করে সাত উইকেটে ৩৩২ রান নিয়ে। আগামী মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁদেরই মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের আগে নিশ্চয়ই এই ফর্ম ধরে রাখতে চাইবেন রাব্বি।

দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর দলের খোলনলচেই পালটে ফেলেছেন কোচ চান্দিকা হাতুরুসিংহে। পারফরম্যান্স ছাড়া যে দলে টিকে থাকা যাবে না – তা ইতোমধ্যেই জানান দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় বাদ পড়েছেন দলের অটো চয়েজ হয়ে যাওয়া আফিফ হোসেন ধ্রুবও। আফিফের জায়গাতেই মূলত দলে সূযোগ পেয়েছিলেন রাব্বি। কোচের গুডবুকে থাকতে রাব্বির এমন আক্রমণ ইনিংস বেশ কাজে লাগার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link