More

Social Media

Light
Dark

কেন উল্টো ট্রাউজার পরেছিলেন ঋদ্ধিমান

টি-টোয়েন্টি ম্যাচের বিরতিতে সময় মেলে খুব কমই। আর ঐ অল্প সময়ের মধ্যেই ক্রিকেটারদের সকল প্রস্তুতি সারতে হয়। ঠিক এমন তড়িঘড়ি করে মাঠে নামতে গিয়েই এবার হাস্যরসাত্মক মুহূর্তের জন্ম দিয়েছেন গুজরাট টাইটান্সের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা।

শনিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। তাঁর ঐ বিধ্বংসী ইনিংসেই ২২৭ রানের রান পাহাড়ে উঠেছিল গুজরাট। আর এরপরেই ঘটে সেই হাসির উদ্রেক করা ঘটনা।

লখনৌর ইনিংসের সময় ঋদ্ধিমান সাহা যখন গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়ালেন তখন দেখা গেল, উল্টো ট্রাউজার পরে কিপিং করতে এসেছেন তিনি। আর সেই দৃশ্য দেখেই হেসে গড়িয়ে পড়েন হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামিরা।

ads

ম্যাচ শেষে অবশ্য জানা গিয়েছে এমন হাস্যকর ঘটনার পিছনের ঘটনা। গুজরাটের আরেক উইকেটরক্ষক শ্রীকর ভরতের সাথে কথোপকথনে নিজেই সেই ঘটনার খোলাসা করেছেন ঋদ্ধিমান সাহা। মূলত ব্যাটিং করার পর ঋদ্ধিকে আর ফিল্ডিং করতে নামাতে চায়নি গুজরাট টাইটান্স।

তাঁর পরিবর্তে ভরতকে মাঠে নামাতে চেয়েছিল গুজরাট। কিন্তু তাতে বাঁধ সাধেন আম্পায়াররা। মাঠে নামার কথা না থাকায় প্যাভিলিয়নে হালকা মেজাজেই ছিলেন ঋদ্ধিমান। কিন্তু আম্পায়ারের নির্দেশে তড়িঘড়ি করেই গ্লাভস পরে মাঠে নামতে হয় তাঁকে।

এ নিয়ে ঋদ্ধিমান বলেন, ‘তখন আমি খাচ্ছিলাম। ফিজিয়ো আমাকে একটা ওষুধ নিতে বলেছিলেন। আমি জানতাম, আমি মাঠে নামছি না। কিন্তু খেলা শুরু হওয়ার হওয়ার সময়ই দ্রুত মাঠে নামতে বলা হয় আমাকে। তাই তাড়াহুড়োয় খেয়াল করা হয়নি। উল্টো ট্রাউজার পরেই নেমে পড়েছিলাম। সবাই খেয়াল করলেও, আমি তা পরে বুঝতে পারি। অবশ্য দুই ওভার পরেই আবার ড্রেসিংরুমে এসে আমি ঠিকঠাক হয়ে গিয়েছিলাম।’

চলতি আইপিএলে রীতিমত উড়ছেন ঋদ্ধিমান সাহা। আগের ম্যাচেই ৪২ রান করে অপরাজিত ছিলেন। এবার লখনৌর বিপক্ষে খেললেন ৮১ রানের দুর্দান্ত একটি ইনিংস। এ ছাড়া গুজরাটকে প্রায় সব ম্যাচেই উড়ন্ত শুরু এনে দেওয়ার লক্ষ্যে ব্যাট হাতে দারুণ ছন্দ দেখাচ্ছেন এ ব্যাটার।

লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে শেষ ম্যাচে তাঁর ব্যাটেই বড় রানের সংগ্রহের পথে এগিয়ে যায় গুজরাট। ২২৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এ ম্যাচে লখনৌর ব্যাটাররা শুরুটা দুর্দান্ত করলেও শেষ পর্যন্ত ৫৬ রানের পরাজয় বরণ করতে হয়েছে তাদের।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link