More

Social Media

Light
Dark

বাতিল হতে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

পর্দা উঠছে ক্রিকেটের সর্বোচ্চ আসর ওয়ানডে বিশ্বকাপের। আর সেই ধারাবাহিকতায় ৪ অক্টোবর হওয়ার কথা ছিল এ ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) সে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ঘটা করে নিজেদের পরিকল্পনা জানিয়েছিল।

বলিউড তারকা, জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতেই জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় ছিল পুরো ক্রিকেট বিশ্বকাপ। তবে শেষ খবর বলছে, বাতিল হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতের একাধিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, বাতিল হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে ঠিক কী কারণে অনুষ্ঠানটি স্থগিত হতে যাচ্ছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

ads

গুঞ্জন আছে, আহমেদাবাদে আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান হতে পারে। এ ছাড়া, উদ্বোধনী অনুষ্ঠান না হলেও সমাপনী অনুষ্ঠান ঠিকই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী বুধবার সন্ধা ৭টায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ,তামান্না ভাটিয়াসহ আরো অনেক তারকা পারফর্ম করবেন- এমনটাই জানিয়েছিল বিসিসিআই। তবে শেষ মুহূর্তে এসে ভেস্তে যাচ্ছে এ উদ্বোধনী অনুষ্ঠান।

তবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও নির্ধারিত সময়েই হবে ‘ক্যাপ্টেনস ডে’- এর আয়োজন। যেখানে বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে আলাদা একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

‘ক্যাপ্টেনস ডে’-এর ঠিক পরের দিনেই শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। আগের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট- ইংল্যান ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মহাযজ্ঞ।

স্বাগতিক দেশ ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৮ অক্টোবরে। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে সে ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link