More

Social Media

Light
Dark

শঙ্কা কেটেছে, দেশের পথে মেয়েরা

দু’দিন আগেই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেই সাফল্যের উদযাপন শুরু করার আগেই আকাশে জমেছিল কালো মেঘ। আফ্রিকার দেশগুলোতে ওমিক্রন নামক একটি অতিসংক্রমণশীল ভেরিয়েন্ট ছড়িয়ে যাওয়ার কারণে সেখানে তৈরি হয় চাপা উৎকণ্ঠা।

ইতোমধ্যেই আফ্রিকার সাথে সবধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। বাংলাদেশও আফ্রিকার দেশগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাওয়া নারী দলের দেশের ফেরা নিয়ে ছিল নানা ঝুকি ও জটিলতা।

ads

তবে সব উতকন্ঠা ছাপিয়ে পাওয়া গিয়েছে স্বস্তির খবর। জানা যায়া মেয়েদের দেশে ফিরানোর পক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সব ঠিক থাকলে আগামীকালই একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে পৌছাবে নারী ক্রিকেট দল। তবে দেশে ফেরার পর তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা তা এখনো বিসিবি থেকে জানানো হয়নি। তবে আফ্রিকার দেশগুলো থেকে কেউ আসলে বিমানবন্দরে স্বাস্থ পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ অধিদপ্তর। ফলে দেশে ফিরলেই তাঁরা নিজেদের বাড়িতে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে আছে নানা দ্বিধা।

তবে সব দলকে দেশে ফেরানোর ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা পালন করছে আইসিসি। আইসিসির ইভেন্ট হওয়ায় তাঁরা নিজেরাই প্রত্যেকটি দলকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করছে। সেই পক্রিয়ার অংশ হিসেবেই আইসিসি বিশ্বকাপ খেলতে যাওয়া সব দলকেই নিজেদের তত্বাবধানে ওমানে নিয়ে আসবে।

সেখান থেকে আগামীকাল ৩০ নভেম্বর ওমানের মাসকট বিমানবন্দর থেকে ভোর ছয়টায় দোহার উদ্দেশ্য রওনা দিবে বাংলাদেশ দল। সেখান থেকে আবার সকাল ৮ টা ৫০ মিনিটে ঢাকার ফ্লাইটে উঠবে নিগার সুলতানা জ্যোতিরা। সেই ফ্লাইট আগামীকাল বিকাল ৪ টা ৪০ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌছাবে বলে জানা যায়। ফলে মেয়েরা আগামীকাল দেশে ফিরতে পারছে সেটা নিশ্চিত। তবে দেশে ফেরার পর কী ব্যবস্থা নেয়া হবে সেটা নিয়েই যত প্রশ্ন।

ওদিকে আফ্রিকার বতসোয়ানা থেকে মহাদেশটির বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। এটাকে বিশ্বস্বাস্থ্য সংস্থাও খুব উদ্বেগের সাথে দেখছে। ফলে আফ্রিকার দেশগুলোর সাথে বিশ্বের বিভিন্ন দেশ আপাতত যোগাযোগ স্থগিত করেছে। এরই প্রতিক্রিয়া হিসেবে আফ্রিকা মহাদেশের জিম্বাবুয়েতে চলতে থাকা মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব একেবারেই বাতিল করা হয়েছে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link