More

Social Media

Light
Dark

ইউটিবার হওয়া বিপিএল খেলার চেয়ে গুরুত্বপূর্ণ?

এক ওভারে তিন নো বল, বিতর্ক সৃষ্টির পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে চলে যাওয়া, সপ্তাহখানেক পরে আবার ফিরে আসা – কয়েকদিন আগে শোয়েব মালিক এভাবেই চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। তাঁর এমন সব কাজের রহস্য এখনো পুরোপুরি ভেদ করা সম্ভব হয়নি, তবে গুঞ্জন আছে ইউটিউবার হতেই নাকি এই বিরতি নিয়েছেন তিনি।

এতটুকু নিশ্চিত হওয়া গিয়েছে, পাক তারকা পূর্ব-নির্ধারিত একটি অনুষ্ঠানে সময় দিতে দুবাই গিয়েছিলেন। কিন্তু কি এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে পারে যে সেটার জন্য একটি টুর্নামেন্টের মাঝপথে বিদায় নিতে হবে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অবাক করার মতই তথ্য মিলেছে। তিনি আসলে সেলেব্রিটি ইউটিউব ইন্টারভিউয়ারের দায়িত্ব পালন করতে উড়ে এসেছিলেন বাংলাদেশ থেকে। মজা করা হচ্ছে এমনটা ভাবার কোন কারণ নেই, আইএল টি-টোয়েন্টি লিগের দল ডেজার্ট ভাইপার তাঁকে সত্যিই মিডিয়া পারসন হিসেবে নিয়োগ দিয়েছিল।

ads

এক্ষেত্রে আবার নতুন প্রশ্ন জাগতে পারে মনে, কোন দলের মিডিয়া ইন্টার্নের পারিশ্রমিক কি তাহলে বিপিএলের একটা অংশের জন্য নির্ধারিত অর্থের চেয়ে বেশি? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বিপিএলের মান নিয়ে বোধহয় বলার কিছু থাকবে না। আর যদি না হয়, তাহলে ধরে নিতে হবে পুরো ঘটনার মাঝে লুকিয়ে আছে অন্য কোন রহস্য।

নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখো হয়েছিল ফরচুন বরিশাল। সেই ম্যাচে চতুর্থ ওভারেই শোয়েব মালিককে বল দেন অধিনায়ক তামিম ইকবাল। একটি, দুইটি নয়; সেই ওভারে তিন তিনটি নো বল করেন এই স্পিনার। এরপরই নড়েচড়ে বসে সবাই, তদন্তের দাবিও উঠে জোরেসোরে।

এসব কিছুর মাঝেই দেশ ছাড়েন তিনি, টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল ছুটি দেয়া হয়েছে তাঁকে। পরবর্তীতে আবার শোনা যায় দুই পক্ষের সমঝোতায় তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্রাঞ্চাইজিটি। কিন্তু হুট করেই সপ্তাহখানেক পরে আবার বরিশালের লাল জার্সিতে মাঠে নামেন এই অলরাউন্ডার, ততদিনে নো-বল কান্ড নিয়ে আলোচনা অনেকটাই মিইয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link