More

Social Media

Light
Dark

এশিয়া কাপের ওপেনার হবেন কে!

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে আর থাকছেন না তামিম ইকবাল। একই সাথে চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে খেলবেন না এশিয়া কাপও। এই দুই নিশ্চিত তথ্যে এখন প্রশ্ন দুটো। এক, তামিমের অবর্তমানে নেতৃত্বের ভার উঠবে কার কাঁধে? দুই, তামিমের অবর্তমানে এশিয়া কাপে বাংলাদেশের ইনিংস শুরু করবেন কে?

বিসিবি সভাপতির ভাষ্যমতে, দিন চারেকের মধ্যেই বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তবে দুই নম্বর প্রশ্নটার উত্তর মেলেনি এখনও।

আগেই জানা গিয়েছিল, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে একজন বিকল্প ওপেনার যুক্ত করা হবে। সেই তালিকায় ছিলেন নাইম শেখ, রনি তালুকদার, জাকির হাসান, তানজিদ হাসান তামিমরা। খুব সম্ভবত এই চার ওপেনারের মধ্যে থেকেই এশিয়া কাপের জন্য একজনকে বেছে নিবে বাংলাদেশ।

ads

কিন্তু শঙ্কার ব্যাপার হচ্ছে, এই চার ওপেনারের মধ্যে নাইম শেখ কিংবা রনি তালুকদার, কেউই জাতীয় দলে এসে আস্থার প্রতিদান দেখাতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে রানফোয়ারা ছোটালেও সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার তলানিতে ঠেকেছিল নাইমের ব্যাটিং।

রনি তালুকদার অবশ্য একটি মাত্র ওয়ানডে ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। তবে লিস্ট ‘এ’ ক্রিকেট পরিসংখ্যান বলে, ৫০ ওভারের ক্রিকেটে ঠিক কোনো সময়েই স্বাচ্ছন্দ্য ছিলেন না এ ব্যাটার।

ইমার্জিং এশিয়া কাপে দারুণ ব্যাটিং করেছিলেন তানজিদ হাসান তামিম। ৪ ম্যাচের ৩ টিতেই হাঁকিয়েছিলেন অর্ধশতক। তাই ফর্ম বিবেচনায় তামিমের স্থলে দলে ঢুকতে পারেন ‘নতুন’ তামিম।

তবে, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা না রাখা ব্যাটারকে নিয়ে বড় মঞ্চে বাংলাদেশ আদৌ যাবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেও যায়। একই কথা প্রযোজ্য, জাকির হাসানের ক্ষেত্রেও। টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডে ক্রিকেটে এখনো বাংলাদেশের জার্সি গায়ে দেখা যায়নি তাঁকে। তবে চলতি বছরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এ ব্যাটার। তাই এশিয়া কাপের স্কোয়াড বিবেচনায় থাকতেই পারেন জাকির।

তবে তামিমের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভিন্ন পন্থাও অবলম্বন করতে পারে। আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ বরাবরই টপ অর্ডারে ব্যাটিং পছন্দ করেন। তাই এশিয়া কাপে আফিফকে নতুন দায়িত্বে বাজিয়ে দেখতেই পারে টিম ম্যানেজমেন্ট।

এ ছাড়া নিয়মিত তিনে খেলা শান্তকে ওপেনিংয়ে নামিয়ে মিডল অর্ডারে শক্তি বাড়ানোর কথাও ভাবতে পারে। সে ক্ষেত্রে খুলে যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের ভাগ্য। রিয়াদের পাশাপাশি বিবেচনায় আসতে পারেন মাহমুদুল হাসানও। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি।

অবশ্য কান পাতলেই শোনা যায়, হাতুরুসিংহের সুনজরে রয়েছেন সৌম্য সরকার। আর তার বিবেচনাতেই, অফফর্মে থেকেও ইমার্জিং এশিয়া কাপে জায়গা পেয়েছিলেন সৌম্য। তাই শেষ মুহূর্তে যদি এশিয়া কাপের দলে বাংলাদেশ সৌম্যকে যুক্ত করে, তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link