More

Social Media

Light
Dark

সাকিব না লিটন, দায়িত্ব নেবেন কে!

নানান কারণে সাম্প্রতিক সময়ে ব্যাকফুটে ছিলেন তামিম ইকবাল। হুট করে অবসর নিয়ে আরো ঘোলাটে করেছেন পরিবেশ, চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার তীব্রতা বেড়েছিল তাতে। শেষমেশ তাই বেছে নিয়েছেন সরে যাওয়ার পথ, চিকিৎসা শেষে ফিরে এসেই ঘোষণা দিয়েছেন নেতৃত্ব ছাড়ার।

গত প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে জাতীয় দলের ওপেনার হিসেবে খেলেছেন তামিম ইকবাল। উদ্বোধন করেছেন ইনিংস, সামলেছেন নতুন বল, সবমিলিয়ে দেশের অন্যতম সেরা এক ব্যাটারে পরিণত হয়েছিলেন তিনি। তবে তামিম ইকবাল শুধু নির্ভরযোগ্য ওপেনারই নন, ওয়ানডে দলের অধিনায়কও ছিলেন বটে।

তাই তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক কে হবেন সেই সিদ্ধান্তও নিতে হবে টিম ম্যানেজম্যান্টকে। বিশেষ করে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখেই সিদ্ধান্ত নিতে হবে দ্রুত।

ads

আপাতদৃষ্টিতে সাকিব আল হাসান নিশ্চিতভাবেই সেরা পছন্দ নতুন অধিনায়ক হিসেবে। অভিজ্ঞতা, দল পরিচালনার ক্ষমতা, কিংবা অধিনায়ক হিসেবে পারফরম্যান্স সবকিছুতেই সাকিব মি.পারফেক্ট। তবে দলের এমন বিশৃঙ্খল মুহুর্তে তিনি দায়িত্ব নেবেন কি না সেটা একটি বড় প্রশ্ন।

তামিম ইকবালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানামুখী গুঞ্জন রয়েছে সংবাদ মাধ্যমে। তাই ড্যাশিং ওপেনারের পরপরই সাকিব ক্যাপ্টেন হলে বাড়তে পারে অপপ্রচার। তাই হয়তো নাম্বার ওয়ান অলরাউন্ডার খুব একটা আগ্রহ নাও দেখাতে পারেন।

সাম্প্রতিক সময়ে তামিম ইকবালের ডেপুটি হিসেবে কাজ করা লিটন দাসও অধিনায়কত্ব গ্রহণের দৌড়ে এগিয়ে আছেন। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে তাঁর অধিনায়কত্ব বেশ নজর কাড়া ছিল। এছাড়া তামিমের অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সিরিজেও টস করতে নেমেছিলেন তিনি।

আবার সাকিব আল হাসানের বদলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ এবং এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন লিটন – তাতেই বোঝা যায় অধিনায়ক হিসেবে এই ডানহাতির উপর ভরসা আছে টিম বাংলাদেশের।

অবশ্য এখন পর্যন্ত দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব না করা লিটন দাস ঘরোয়াতেও অধিনায়ক হিসেবে পরিচিত নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইমরুল কায়েসের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন তিনি। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীনের আবাহনী লিমিটেডের হয়ে মাঠে নামেন এই উইকেটরক্ষক ব্যাটার।

তাই অধিনায়ক হিসেবে লিটন দাসকে এখনো ঠিক অভিজ্ঞ বলা যায় না। আবার অধিনায়ক হিসেবে লিটনের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। তাই বিশ্বকাপের মত বড় মঞ্চে তাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হবে কি না তা নিয়েও রয়েছে সংশয়।

সবমিলিয়ে তাই বেশ জটিল পরিস্থিতি। এমনিতেই তামিমের আকস্মিক অবসরের পর থেকেই বিশৃঙ্খল হয়ে পড়েছে ক্রিকেটাঙ্গন। আর এখন তিনি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পাশাপাশি এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ক্রিকেট সংশ্লিষ্টদের একাংশের ধারণা, কোচসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তার চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন চট্টলার খান সাহেব।

স্বাভাবিকভাবেই মনে হতে পারে, এমন পরিস্থিতি আঁচ করে আগেই বিকল্প অধিনায়ক ভেবে রেখেছেন ক্রিকেট বোর্ড। এমন সন্দেহের সত্যতা জানা না গেলেও একেবারে অমূলক নয়। সবকিছুর উত্তর জানতে অপেক্ষা করতে হবে দেশের ভক্ত-সমর্থকদের, আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো অধিনায়কের নাম ঘোষণা করবে টিম ম্যানেজম্যান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link