More

Social Media

Light
Dark

রোহিত-বিরাটের বিকল্প আছে তো!

বিশ্বকাপ জিতে পুরো ভারত যখন উদযাপনে উন্মত্ত হয়েছে তখনি উড়ে আসলো বিরাট কোহলি আর রোহিত শর্মার অবসরের ঘোষণা। দু’জনেই বিশ্বকাপ ট্রফি হাতে জানিয়ে দিয়েছেন নিজেদের সিদ্ধান্ত, এর মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটে একটা রঙিন অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সেই সাথে তাঁদের জায়গায় কারা খেলবেন এখন থেকে সেই আলোচনা শুরু হয়েছে।

এক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের নাম সবার আগে আসবে। রোহিত-কোহলি জুটির কারণেই পুরো বিশ্বকাপ জুড়ে বেঞ্চে বসে থাকতে হয়েছিল তাঁকে। হয়তো সেরকম অভিজ্ঞতা আর হবে না তাঁর, একাদশে নিয়মিত হতে পারবেন তিনি। তবে পারফর্ম করতেই হবে এই ওপেনারকে, যেই প্রতিভা নিয়ে জাতীয় দলে এসেছেন সেটার সদ্ব্যবহার করতে হবে।

এছাড়া জয়সওয়ালের কাছে জায়গা হারানো শুভমান গিল পুনরায় টি-টোয়েন্টি দলে ফিরবেন সম্ভবত। ইতোমধ্যে ওয়ানডে ওপেনার হিসেবে নাম কুড়িয়েছেন তিনি, টি-টোয়েন্টিতেও সেজন্য তাঁর উপর ভরসা করবে টিম ম্যানেজম্যান্ট। আপাতত তাই জয়সওয়াল-গিলকেই ভারতের টি-টোয়েন্টি দলের ওপেনিংয়ে দেখা যেতে পারে।

ads

তবে টিম ম্যানেজম্যান্টের কাছে যথেষ্ট বিকল্প আছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দিয়ে লাইমলাইটে আসা আরেকজন যোগ্য প্রার্থী। গত আসরে ১৮০ স্ট্রাইক রেটে ৭১০ রান করেছিলেন তিনি, আবার বাঁ-হাতি স্পিনার হিসেবেও খ্যাতি আছে তাঁর।

অন্যদিকে লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকা সাঞ্জু স্যামসনকে এবার ওপেনিংয়ে বাজিয়ে দেখতে পারে টিম ইন্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে উপরের দিকে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন নতুন বলে খেলার সুযোগ পাননি তিনি। পরিচিত পজিশনে কেমন খেলেন এই ব্যাটার, সেটা দেখার বিষয় বটে। তাঁর অভিজ্ঞতা ভারতের ইনিংস উদ্বোধনের ক্ষেত্রে কার্যকরী হতে পারে।

আরেক উইকেটরক্ষক লোকেশ রাহুল আছেন ভাবনায়। নিঃসন্দেহে রোহিত আর কোহলির বিকল্প হিসেবে বিবেচনায় থাকার সবার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ অপশন তিনি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link