More

Social Media

Light
Dark

সেমিফাইনাল ভেসে গেলে ফাইনালে উঠবে কে?

সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচে কোন রিজার্ভ ডে রাখা হয়নি; তাই তো বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কারা উঠবে ফাইনালে সেই আলোচনায় এখন মুখর হয়ে উঠেছে ক্রিকেট বিশ্ব। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশ্য ক্রিকেটপ্রেমীদের কৌতূহল মিটিয়ে দিয়েছে, তাঁদের নীতিমালা অনুযায়ী, ম্যাচ ভেসে গেলে কোন হিসেব ছাড়াই ফাইনাল খেলবে ভারত।

সুপার এইটের রোমাঞ্চকর সব ম্যাচ শেষে জানা গিয়েছে সেমিফাইনালিস্ট চার দলের নাম। সেখানে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে দুই নং গ্রুপের রানার আপ ইংল্যান্ড। আর দুই হেভিওয়েট দলের ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানাতে।

মজার ব্যাপার হচ্ছে, একটি সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হলেও গায়ানাতে অনুষ্ঠিত ম্যাচটির জন্য এমন কোন ব্যবস্থা রাখা হয়নি। যদিও খেলা যেন মাঠে গড়ায় সেজন্য রাখা হয়েছে অতিরিক্ত ২৫০ মিনিট। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মোটেই স্বস্তির কোন খবর দিচ্ছে না।

ads

জানা গিয়েছে, ম্যাচডেতে স্টেডিয়ামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৮ শতাংশ। অর্থাৎ পূর্বাভাস সঠিক হলে ভারী বর্ষণ হবে সেদিন। তাছাড়া বজ্রপাত ঘটার সম্ভাবনাও আছে প্রায় ১৮ শতাংশ। তাই অতিরিক্ত সময় ব্যবহার করেও খেলা সম্পন্ন করা যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আর সেক্ষেত্রে যদি ম্যাচ ভেসে যায় তাহলে ইংল্যান্ডকে ফিরে যেতে বাড়ি।

মূলত সুপার এইটে পারফরম্যান্সের ভিত্তিতে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখা হয়েছে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে রোহিত শর্মার দল, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে দুইটিতে। তবু এই নিয়মের যৌক্তিকতা স্পষ্ট নয় সমর্থকদের কাছে; বিশেষ করে এক ম্যাচে রিজার্ভ ডে রয়েছে, আরেক ম্যাচে নেই এই রহস্যময় আচরণ বুঝতে পারছেন না কেউই।

২৭ জুন স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় আর ভারতীয় সময় রাত আটটায় মুখোমুখি হবে ইংল্যান্ড। এখন কেবল দেখার অপেক্ষা, আলোচিত ম্যাচটির ভাগ্যে কি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link