More

Social Media

Light
Dark

তুচ্ছ কাণ্ডে বিরাট ইনজুরি

গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে তড়িঘড়ি করে হেঁটে টিম বাসের দিকে যেতে গিয়ে মচকে গেলো পা। তাতেই যেন ফসকে গেল সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগ। এটি একটি প্রতীকী ঘটনা। তবে এমন ধরণের খুবই তুচ্ছ কিছু ইনজুরিতে কত খেলোয়াড়ের যে ম্যাচ মিস হয়েছে তাঁর স্বীকৃত রেকর্ড হয়ত পাওয়া খুব কঠিন। তবে মাঝেসাঝেই বিভিন্ন আড্ডায় কিংবা কোন এক খেলোয়াড়ের জীবনী থেকে খেলোয়াড়দের সাথে ঘটে যাওয়া এমন সব বিচিত্র ঘটনা সম্পর্কে জানা যায়।

আজ থাকছে এমনই বিচিত্র এক তালিকা। এই তালিকায় থাকছেন পাঁচজন সুপরিচিত ক্রিকেটার। যারা কিনা জীবনের নানা পর্যায়ে ক্রিকেট মাঠের বাইরের কোন এক ইনজুরিতে ছিটকে পড়েছিলেন আসন্ন ম্যাচগুলো থেকে।

  • ডগ ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)

ads

আজকের তালিকার প্রথমেই থাকছেন সাবেক নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েল। তিনি তাঁর এক তুচ্ছ মাঠের অ-ক্রিকেটীয় ইনজুরিতে পড়ে মিস করেছিলেন গুরুত্বপূর্ণ এক সিরিজ। তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই শৃঙ্খলা বর্হিভূর্ত কাজের জন্যে নিন্দিত ছিলেন ডগ ব্রেসওয়েল। তাঁর বাড়িতে অনুষ্ঠিত এক পার্টি শেষে তিনি তাঁর বাড়ি পরিষ্কারকালে তাঁর কেটে যায় ভাঙ্গা কাঁচে। যার ফলে তিনি খেলতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী টেস্ট ম্যাচ।

  • জোফরা আর্চার (ইংল্যান্ড)

ইংল্যান্ডের গতিদানব জোফরা আর্চার তাঁর জীবনে ইতোমধ্যেই বেশকিছু ইনজুরির সম্মুখীন হয়েছেন যা কিনা তাঁকে ছিটকে দিয়েছে নানাবিধ ক্রিকেট থেকে। হোক সেটা আইপিএল কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর কনুইয়ের ইনজুরি বিঘ্ন ঘটাচ্ছে তাঁর ক্যারিয়ারে। তবে জোফরা আর্চার মাছ রাখার কাঁচের ভাঙ্গা ট্যাঙ্ক বা একুরিয়াম পরিস্কার করতে গিয়ে কেটে ফেলেছিলেন তাঁর হাত। তিনি সেই কাটা অগ্রাহ্য করে খেলেছিলেনও বেশকিছু ম্যাচ। তবে অস্বস্তি বাড়তে থাকলে সার্জারি ব্যতিত আর কোন উপায় ছিলনা তাঁর কাছে।

  • বেন স্টোকস (ইংল্যান্ড)

ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস তাঁর অনুভূতি প্রকাশে কখনো দ্বিধাবোধ করেননা। হোক সেটা মাঠ কিংবা মাঠের বাইরে। তবে এমন এক অনুভূতি প্রকাশ তাঁকে ছিটকে দিয়েছিলে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।

সেই টুর্নামেন্টের আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। সেই সিরিজের তৃতীয় ম্যাচে বেন স্টোকস আউট হয়ে যান খুবই অপ্রত্যাশিতভাবে। নিজের প্রতি বিরক্ত ও রাগান্বিত স্টোকস ঘুষি মারেন সাজঘরের লকারে। সেখান থেকে তিনি কব্জির ইনজুরিতে পড়ে শেষমেশ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি।

  • হাসান আলী (পাকিস্তান)

২০১৮ সালের পাকিস্তানের জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এক সিরিজের অনেকগুলো ম্যাচ মিস করেন পাকিস্তানের ডান-হাতি পেস বোলার হাসান আলী। তাঁর উইকেট পরবর্তী উদযাপন তাঁকে ঠেলে দেয় ঘাড়ের ইনজুরিতে। হাসান আলী তাঁর ‘বোম্ব সেলিব্রেশন’-এর জন্যে বেশ প্রসিদ্ধ। তাঁর সেই সিগনেচার উদযাপনে তিনি গুরুতরভাবে কাঁধের ইনজুরিতে পড়েন। যার ফলশ্রুতিতে তিনি মিস করেছিলেন সেই সিরিজের বেশ কয়েকটি ম্যাচ।

  • ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)

আজকের তালিকার ইতি টানছি সাম্প্রতিক এক বিচিত্র ইনজুরির ঘটনা দিয়ে। এখানে প্রধান চরিত্র নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৩৮ বলে ৪৬ রান করে আউট হয়ে যাওয়ার পর নিজের রাগ ঝাড়তে তিনি তাঁর ব্যাটে ঘুষি মারেন। যার ফল স্বরুপ তাঁর হাত ভেঙে যায় এবং পরবর্তীতে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো এক মেগা ইভেন্ট মিস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link