More

Social Media

Light
Dark

সুযোগ আসতে পারে তাঁদেরও!

বাজতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসর আইপিএলের (আইপিএল) দামামা। নিলাম পর্ব শেষ করে ইতোমধ্যেই দলগুলো নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। কিন্তু পেসার বিবেচনায় বেশকিছু দলে রয়ে গেছে সমস্যা। আবার কিছু কিছু পেসার আইপিএলের নিলামে অবিক্রিতও থেকে গেছেন। এই অবিক্রিত থাকা পেসারদের মধ্যে কাউকে কাউকে আবার দেখা যেতে পারে সামনের দিনে, কোন দলের ইনজুরি সমস্যাতে বা নিয়মিত পেসারের অনুপস্থিতিতে! তাঁরা কারা?

  • ইসুরু উদানা (শ্রীলঙ্কা)

ইসুরু উদানা গত আইপিএলে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। বিরাট কোহলির নেতৃত্বে মূলত নিজের খেলা ১০ ম্যাচে মাঝের দিকে বল করতেন তিনি। উদানার স্লোয়ার আর ভ্যারিয়েশন সেসময় বেশ কাজে দিত ব্যাঙ্গালুরুর।

ads

কিন্তু, কাগজে কলমে পারফরম্যান্স পুরোদস্তুর ভাল না হওয়ায় দল থেকে এবার বাদ পড়তে হয়েছে উদানাকে। এমনকি ২০২১ এর নিলামেও তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।  তবে আইপিএলে তাঁর অভিজ্ঞতা সামনের দিনে কোন দলে তাকে সুযোগ এনেও দিতে পারে!

  •  (অস্ট্রেলিয়া)

জেসন বেহরেনডোর্ফ ভারতের পিচে কার্যকরই ছিলেন, কিন্তু গত মৌসুমে তাঁর পারফরম্যান্স দল থেকে বাদ পড়তে বাধ্য করে বেহেনডোর্ফকে। তবে শেষ হওয়া বিগ ব্যাশ লিগে ১৬ উইকেট পেয়ে তিনি আবারও আইপিএলে কোন দলের কন্ট্রাক্ট পাওয়ার আশা করেছিলেন।

আশায় গুড়েবালি, নিলামে বেহরেনডোর্ফের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল। তবে বাঁহাতি এই পেসার নিজেকে প্রস্তুত রাখতে পারেন, কোন দলের পেসার জরুরি হলে তাঁরা যে প্রথম চোখটা বিগ ব্যাশ কাঁপানো বেহরেনডোর্ফের প্রতিই রাখবে সেটা কি আর বলে দিতে হয়!

  • মোহিত শর্মা (ভারত)

গত মৌসুমে তিনি খেলেছিলেন দিল্লীর হয়ে, এবারও আশা করেছিলেন হয়তো কোন দলে ডাক পাবেন। চেন্নাইয়ের হয়ে স্বর্ণসময় কাটানো মোহিতের আশা পূরণ হয়নি, এবার কোন দলে ডাক পাননি। তবে মোহিত শর্মার একটা সুবিধা, তিনি ভারতীয় পেসার।

কোভিডকালীন সময়ে কোন দলে অতিরিক্ত পেসার প্রয়োজন হলে কোয়ারেন্টিন নিয়মের কারণে সবাই আগে খোঁজ করবে দেশি পেসারের দিকে। আর সেজন্যে স্লোয়ার কাটারে ভ্যারিয়েশন থাকা মোহিতের দিকে চোখ রাখতেই হবে দলগুলোকে।

  • শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)

শেলডন কটরেল উইন্ডিজ দলের প্রথম সারির খেলোয়াড়দের একজন। টি-টোয়েন্টিতে শুধু নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্যেই নয়, বরং উইকেটের পর নিজের আর্মি স্যালুটের সেলিব্রেশনের জন্যেও বিখ্যাত হয়ে আছেন তিনি। সেই কট্রেলকে গত মৌসুমে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।

দলটি এবার নাম পাল্টে হয়ে গেছে পাঞ্জাব কিংস, সাথে বাদ পড়তে হয়েছে কট্রেলকে। তবে নিজের সহজাত গতির সাথে ইয়র্কার ছোঁড়ার ক্ষমতার জন্যেই কট্রেল চাইলে আইপিএলে নিজের আশা জিইয়ে রাখতে পারেন। টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স আর আইপিএল খেলার অভিজ্ঞতা- দুইয়ে মিলে সামনের দিনে কোন দলে কট্রেলকে দেখা যেতে পারে কোন নিয়মিত পেসার ছিটকে গেলে।

  • বিলি স্ট্যানলেক (অস্ট্রেলিয়া)

অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত কিছু মৌসুম কাটিয়েছেন বিলি স্ট্যানলেক। ভুবনেশ্বর কুমারের সাথে কাধে কাধ মিলিয়ে শুরু আর শেষের চাপ সয়েছেন, হায়দ্রাবাদকে জয় এনে দিয়েছেন।

তবে এবার আর হায়দ্রাবাদ শিবিরে নেই স্ট্যানলেক, সাথে আর কোন দল স্ট্যানলেকের প্রতি আগ্রহও দেখায়নি নিলামে। তবে স্লগ ওভারে দুর্দান্ত স্ট্যানলেকেরও সুযোগ আসতে পারে অবশ্য যদি কোন দলের নিয়মিত পেসার ছিটকে যায় তো!

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link