More

Social Media

Light
Dark

এই সাকিব থামবেন কবে কিংবা কোথায়?

৩৭ বছরে পা দিয়ে ফেললেন তিনি। ক্লান্তি কি এখনো ছুঁয়ে দেখে না তাকে? কিভাবে এখনও তিনি ছুটে চলার তাগিদ খুঁজে পান? কিভাবে তিনি এখনও বিতর্কের টুঁটি চেপে ধরে এগিয়ে যেতে থাকেন নিজের মত করে? সাকিব আল হাসানকে ঘিরে এই প্রশ্নগুলো ওঠে প্রায়শই। তবে এর উত্তর সম্ভবত খোদ সাকিবেরই জানা।

নিজের জন্মদিনেও তিনি ছিলেন বেজায় ব্যস্ত। প্রথমে সকাল বেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৩৪ রান। বল হাতে এক উইকেটের দেখা পেয়েছিলেন।

এরপরই তিনি ছুটে গেছেন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে। সেখানে তিনি অকপটে স্বীকারও করেছেন। তার জীবনে আর তেমন কিছুই পাওয়ার বাকি নেই। সবকিছুই রয়েছে তার। সত্যিই তো সবকিছুই রয়েছে তার। একটা পরিবার, একটা বর্ণাঢ্য ক্যারিয়ার, বিশ্বজোড়া খ্যাতি- কি নেই সাকিব আল হাসানের? অর্থ-বিত্তের কথাও নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।

ads

বয়সটা হয়েছে বটে। এই সময়ে তার ক্যারিয়ারকে গুটিয়ে আনার সময়। একটু একটু করে খোলসে বন্দী হবে ক্রিকেট দুনিয়া। তবে না, সাকিব সেটাও করতে চাইছেন না। বেশ জোরালো গুঞ্জন রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে তিনি মাঠে নামবেন। সে জন্য নিজের ফিটনেসের দিকে বাড়তি নজরও দিয়েছেন সাকিব।

ডিপিএল খেলাও তো চালিয়ে যাচ্ছেন তিনি সমানতালে। পাশাপাশি যে শো-রুম উদ্বোধনের জন্য সাকিবকে শুনতে হয় কটু কথা, সেই শো-রুম উদ্বোধনও থেমে থাকেনি সাকিবের। সেই সাথে তিনি ক্রিকেটীয় অনুশীলনও চালিয়ে যাচ্ছেন। ও হ্যাঁ, তিনি তো আবার জনপ্রতিনিধি। জনগণের কাজও তিনি নিশ্চয়ই করছেন অল্প-বিস্তর। পরিবার, পরিবারকেও তো সময় দিতে হচ্ছে। ঠিক কি করে পারেন সাকিব?

চোখের সমস্যা নিয়ে তিনি খেলেছিলেন তিনি বিশ্বকাপে। হুট করে উদিত হওয়ার সমস্যার সমাধান তৎক্ষণাৎ করতে পারেননি তিনি। তবে ঠিকই সেই সমস্যাকে পাশ কাটিয়ে তিনি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সেখানে শুরুর দিকে একটু ছন্দহীন ছিলেন বটে। তবে সময় গড়ানোর সাথে সাথে চিরচেনা সাকিব হয়েই তিনি বিচরণ করেছেন সর্বত্র।

বয়সটা তবুও হয়েছে। বয়স স্রেফ সংখ্যা- বলে উড়িয়ে দেওয়া যায় নিশ্চয়ই। কিন্তু এত এত ব্যস্ততায় ক্লান্তি তো আসে। নাকি ক্লান্তি একেবারেই ছুঁয়ে দেখে না সাকিব আল হাসানকে? এই সাকিব থামবেন কবে কিংবা কোথায়? ক্রিকেট নিশ্চয়ই এখন তার ফোকাল পয়েন্টের কেন্দ্রে নেই। ক্লান্তি এড়াতে ক্রিকেটকেই তবে ছেড়ে দেওয়া সমীচীন। তবে সাকিব বলেই এখনো টানা হয়নি সমাপ্তি রেখা। শেষটায় রয়েছে কি, তা হবে দেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link