More

Social Media

Light
Dark

নামে কী আসে যায়

ছবিতে যে ভদ্রলোককে দেখছেন, তিনি ইনোসেন্ট কাইয়া।

নাহ, তিনি আসলেই ইনোসেন্ট কিনা, জানি না। তাঁর নামই ইনোসেন্ট (Innocent) কাইয়া। জিম্বাবুয়ের ওপেনার, আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে ওয়ানডে অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে করেছেন ৩৯, এরপরের ম্যাচে ৬৩।

এই ইনোসেন্টের বড় ভাইও ছিলেন ছিলেন ক্রিকেটার। এখন আর খেলেন না। তাঁর নাম নলেজ কাইয়া। হ্যাঁ, ‘Knowledge’ কাইয়া।

ads

ইনোসেন্ট ও নলেজের মাঝে আরেক ভাই আছেন, তিনিও ক্রিকেট খেলেন এবং তিন ভাইয়ের মধ্যে একটু বেশি পরিচিত। তবে তার নামে কোনো ‘গুণ’ নেই। রয় কাইয়া। তিনটি টেস্ট খেলেছেন, সবশেষটি বাংলাদেশের বিপক্ষেই। দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন তাসকিনের বলে।

যাই হোক, নামে ফেরা যাক। এই ইনোসেন্ট ও নলেজ নাম দেখে আরেকজনের কথা আপনার মনে পড়ার কথা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও মহাকৃপণ স্পিনার প্রসপার (prosper) উৎসেয়া।

ব্লেসিং (Blessing) মুজারাবানি তো আছেনই এখন। মারি গুডউইনকে (Goodwin) অনেকের মনে থাকার কথা। ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ছিলেন। ট্রাভিস (Friend) বেশ প্রতিভাবান পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেটের অনিশ্চয়তার কারণে পরে ক্রিকেট ছেড়ে পাইলট হয়ে যান। আরো আছেন রেমন্ড প্রাইস (Price)। নিজের সময়ের অন্যতম সেরা এই স্পিনারকে কে না চিনে!

জিম্বাবুয়েতে এই ধরনের নাম রাখার রীতি খুব আছে। ২০১১-১২ সময়টায় জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ছিলেন জেফ মুরুমবেচি, তার কাছ থেকে শুনেছিলাম, বাবা-মায়েরা অনেক সময় এরকম নাম রাখেন এই আশা থেকে যে, তাদের সন্তান বড় হয়ে নামের মতোই হবে।

বহু বছর জিম্বাবুয়ের ক্রিকেটের বড় কর্তা ছিলেন লাভমোর (Love more) বান্দা । জিম্বাবুয়ে ক্রিকেটের মহাব্যবস্থাপক গিভমোর (give more) মাকোনি।

জিম্বাবুয়ে ফুটবল দলে আছেন নলেজ ( Knowledge) মুসোনা, দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার। ফুটবল দলেই আছেন অ্যাডমিরাল ( Admiral) মুসকুয়ে, মার্শাল (Marshall ) মুনতেছি, ডিভাইন (Divine) লুঙ্গা। ডিফেন্সিভ মিডফিল্ডার মারভেলাস (Marvelous ) নাকামবা তো জিম্বাবুয়ে ফুটবলের বড় তারকা, অ্যাস্টন ভিলায় খেলেন।

এছাড়াও ‘ট্যালেন্ট’, ‘অ্যাডমায়ার’, ‘এফোর্ট’, এসব নাম তাদের প্রচুর আছে।  (বাই দ্য ওয়ে, আমার নিজের আপন বোনের ছেলের নাম ‘ট্যালেন্ট’)।

তবে একটা নাম দেখে একটু চমকে গেলাম। ফুটবল দলের এক মিডফিল্ডারের নাম লাস্ট (Last) গুশাজ। Last কেন? এমন নাম রাখার কি উদ্দেশ্য থাকতে পারে তার বাবা-মায়ের?

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link