More

Social Media

Light
Dark

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণায় নির্বাচকদের এত তাড়াহুড়োর কারণ কী?

বিপিএল-কে ‘সার্কাস শো’-এর মতো দেখেন প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে। লঙ্কান এই কোচের এমন ব্যাঙ্গাত্মক মন্তব্য নিয়ে রীতিমত তোলপাড় দেশের ক্রিকেট পাড়া। তবে বাংলাদেশ ক্রিকেট যে এমন ‘সার্কাস’ কাণ্ড প্রায়ই ঘটিয়ে থাকে, তা বলাই বাহুল্য।

একটু পেছন ফেরা যাক। ভারতের মাটিতে গেল বছরের ৫ অক্টোবরে গড়িয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সেই মেগা ইভেন্টে বাংলাদেশ দল ঘোষণা করেছিল কবে জানেন? টুর্নামেন্টে শুরুর দিন সাতেক আগে, ২৭ সেপ্টেম্বরে। নির্বাচক প্যানেলের ভাষ্যমতে, চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করে দল ঘোষণা করতেই এতটা বিলম্ব।

এবার বর্তমানে ফেরা যাক। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বি-পাক্ষিক সিরিজ। কাজেই দল ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ছিল না। অথচ বিশ্বকাপের সেই একই নির্বাচক প্যানেল এবার দল ঘোষণা করলো সিরিজ শুরুর দিন বিশেক আগে। এমন সিদ্ধান্তকে ঠিক কী বলবেন? চূড়ান্ত হঠকারিতা, গুরুত্বহীন নজর নাকি বোধবুদ্ধিহীনতা?

ads

১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল টুর্নামেন্টের মাঝপথেই দল ঘোষণা করে ফেলে নির্বাচক প্যানেল। যেখানে পুরোনো মুখ ফিরেছেন, সাথে অন্তর্ভূক্তি ঘটেছে নতুন মুখেরও। কিন্তু যেটা হয়নি সেটা হলো, বিপিএলের রাউন্ড রবিন লিগ শেষ না করে দল ঘোষণায় অনেক পারফর্মারই বাদ পড়লেন। এই যেমন সাইফউদ্দিনের কথাই ধরা যাক।

গোটা বিপিএলে নতুন বলে বোলিং থেকে ডেথ ওভারে বোলিং- দুটোই সামলেছেন দারুণভাবে। সাথে ব্যাট হাতে খেলেছেন কার্যকরী কয়েকটি ইনিংস। বরিশালের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরুতে রংপুর রাইডার্সকে ধাক্কা দিয়েছিলেন তিনিই। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই এ বোলার তুলে নেন জোড়া উইকেট। শেখ মেহেদীকে ফেরানোর পর সাকিবের উইকেটও নিয়েছেন তিনি। আর তাতেই শুরুতেই কোণঠাঁসা হয়ে পড়ে রংপুরের ইনিংস।

এবারের বিপিএলে শুরুর অংশে ছিলেন না বটে। তবে তবে শেষ ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এ পেস বোলিং অলরাউন্ডার এখন ঢুকে গিয়েছেন আসরের সেরা ৫ বোলারের তালিকায়। সাইফউদ্দিনের কথাই যখন আসলো, তখন তার আগ্রাসনের বিপরীতে আবার রংপুরকে লড়াইয়ে ফিরিয়েছিলেন শামীম পাটোয়ারি। ১৫ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারানো রংপুরকে শেষ পর্যন্ত ১৪৯ রানের পুঁজি এনে দেওয়ার পিছনে এ ব্যাটার খেলেন ২৪ বলে ৫৯ রানের ইনিংস।

ফিফটি পূরণ করেন ২০ বলে। যা এ আসরে দ্রুততম ফিফটির রেকর্ড। অথচ পাওয়ার হিটিংয়ের জন্য হাহাকার করা বাংলাদেশ আসন্ন সিরিজের দল ঘোষণা করেছে তাঁকে দলের বাইরে রেখেই। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে নিজের ৩ ম্যাচ আগেই খেলেছিলেন পঞ্চাশোর্ধ এক ইনিংস। কিন্তু নির্বাচকদের কাছে অজানা কারণে ব্রাত্যই রয়ে গেছেন তিনি।

শুধু সাইফউদ্দিন, শামীম নয়- ব্রাত্যদের তালিকা আরো অনেক।  নির্বাচক প্যানেলের এমন অদ্ভুত সিদ্ধান্তে ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটই। বিশ্বকাপ শুরুর সাত দিন আগে দল ঘোষণা করা নির্বাচকরাই কেন দ্বিপাক্ষিক সিরিজ শুরুর ২০ দিন আগে দল নির্বাচন করলেন, তার উপর দল নির্বাচনের মানদণ্ড বিপিএলের দুই তৃতীয়াংশ ম্যাচ বাদ রেখেই কেন সিরিজের দল নির্বাচনে তাড়াহুড়ো?

এমন অনেক কিছুই প্রশ্নের অবকাশ তৈরি করে। এই প্রশ্নের আপাতত উত্তর নেই।  তবে উত্তরশূন্য এমন সব সিদ্ধান্ত নিয়মিত সার্কাস শো-এর মতোই হয়ে দাঁড়ায়।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link