More

Social Media

Light
Dark

অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন ওয়ার্নার

গতো বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা ওয়ার্নার বছরের শুরুর দিকে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান। আর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের মধ্য দিয়ে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও ইতি টানেন তিনি। তবে সম্প্রতি আগামী বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে আবারও অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেন যে নির্বাচিত হলে তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য উন্মুক্ত। ওয়ার্নার বলেন, ‘আমি আরও কিছু সময় ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকব। এবং আমি যদি নির্বাচিত হই তবে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে প্রস্তুত।’

অস্ট্রেলিয়া দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স জানুয়ারিতে ওয়ার্নারের ফিরে আসার সম্ভাবনার কথা স্বীকার করেছিলেন। কিন্তু বলেছিলেন এটি একটি জরুরি বিকল্প হতে পারে।

ads

কামিন্স বলেছিলেন, ‘আমি মনে করি এখন সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার সময় এসেছে। কিন্তু তিনি এখনও ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। তাই জরুরি সময়ে বিকল্প হিসেবে আমরা তাঁর উপর ভরসা করতে পারি৷ কারণ আপনি জানেন যে ডেভিড বিশ্বের কোথাও রান করে চলবেন। ফলে আপনি জানেন না যে এটিই তাঁর শেষ কি না!’

ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আরও বলেন, ‘অধ্যায় শেষ! এতো দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ স্তরে খেলা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া আমার দল ছিল। আমরা ক্যারিয়ারের সিংহভাগ ছিল অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে৷ এটা করতে পারা আমার জন্য সম্মানের ব্যাপার। সব ফরম্যাটে ১০০+ ম্যাচ আমার ক্যারিয়ারের হাইলাইট হয়ে থাকবে।’

নিজের পরিবার ও ভক্তদের সমার্থনের জন্য ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য এটি সম্ভব হয়েছে। আমার স্ত্রী এবং আমার মেয়েরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনার সমস্ত সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। কোনো ব্যাক্তি কখনই জানবেন না আমরা কার মধ্যে দিয়ে গিয়েছি। সমস্ত ক্রিকেট অনুরাগীদের জন্য, আমি সত্যিই আশা করি আমি আপনাকে বিনোদন দিয়েছি। ভক্তদের ছাড়া আমরা যা ভালবাসি তা করতে পারি না, তাই ধন্যবাদ।’

 

ওয়ার্নার ৬৯৩২ রান নিয়ে তাঁর ওডিআই ক্যারিয়ার শেষ করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে শতকের দিক দিয়ে তিনি রিকি পন্টিং এর পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়ার্নার। তবে তাঁর ক্যারিয়ারে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা অধরায় থেকে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link