More

Social Media

Light
Dark

ক্যাপ ফেরত পেয়ে মহাখুশি ওয়ার্নার

টেস্ট ক্রিকেটকে ইতি বলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার, নিজের শহর সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাজযুক্ত সাদা পোশাকটা তুলে রাখতে যাচ্ছেন তিনি। কিন্তু এই ম্যাচের আগে প্রিয় টেস্ট ক্যাপ হারিয়ে বসেছিলেন এই ওপেনার, সেজন্য মন খারাপ করা একটা ভিডিও বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

তবে আনন্দের খবর, পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট চলাকালীন ওয়ার্নারের ব্যাগি গ্রিন পাওয়া গিয়েছে টিম হোটেলে। যদিও এটি কিভাবে এখানে পৌছেছে সেই সম্পর্কে কোন কিছু জানতে পারেনি হোটেল কতৃপক্ষ। মূলত, এই ওপেনার মেলবোর্ন থেকে সিডনি আসার পথে একটা ব্যাগ হারিয়েছিলেন, ব্যাগের ভিতরে ছিল ক্যাপ; পুরো ব্যাগটাই ফিরে পেয়েছেন তিনি।

২০১১ সালে লাল বলের ক্রিকেটে পা রেখেছিলেন এই বাঁ-হাতি। অভিষেক ম্যাচে পাওয়া ক্যাপ সঙ্গী করেই খেলেছেন এক যুগের বেশি সময়। তাই তো বিদায় লগ্নে এটি হাতছাড়া হওয়া তাঁর জন্য ছিল বেদনাদায়ক। বেদনা থেকে অবশ্য মুক্তি পেয়েছেন তিনি, ক্যাপ হাতে পেয়ে সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন এই তারকা।

ads

তিনি বলেন, ‘হাই এভরিওয়ান, আমি আপনাদের সবাইকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি বোধ করছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে। এটা সত্যিই একটি দুর্দান্ত খবর। যারা যারা সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। কান্টাস, মালবাহী কোম্পানি, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্ট। আপনাদের ধন্যবাদ।’

অনেক ক্রিকেটারের কাছেই টেস্ট ক্রিকেট সাধনার বিষয়; মনেপ্রাণে ক্রিকেটের এই সংস্করণকে ধারণ করেন তাঁরা। সেই সূত্রে টেস্ট ক্যাপও তাঁদের কাছে বহুল আরাধ্য বস্তু – এমনটা মনে করিয়ে দিয়ে ওয়ার্নার বলেন, ‘যেকোনো ক্রিকেটার জানে তাঁদের ব্যাগি গ্রিন কতটা স্পেশাল। আমি এটাকে সারাজীবন আগলে রাখব।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলিও ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ খোঁজার কাজে সাহায্যকারীদের। তিনি বলেন, ‘এটা খুবি স্বস্তির যে ডেভির ক্যাপ পাওয়া গিয়েছে। এবং যারা এটি খুঁজে পেতে চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link