More

Social Media

Light
Dark

কি ছিল ধোনির বার্তায়!

দু:সময়ে বিরাট কোহলির পাশে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কেবল ধোনিই নাকি বাজে সময়ে বিরাটকে বার্তা দিয়েছিলেন, জানিয়েছিলেন শুভকামনা। সর্বশেষ এশিয়া কাপে তেমনটা জানিয়েছিলেন বিরাট। এবার দু:সময়ে পাঠানো সেই বার্তার বিস্তারিত জানালেন কোহলি।

কোহলি এই বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা ব্যাটার। সেমিফাইনালের আগে অবধি কোহলি পাঁচ ম্যাচের তিনটিতেই ফিফটি করেছেন। ১৪০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছেন। কিন্তু এই বছরটা কোহলির ওভারল ভালো যায় নি। এমনকি কোহলি ক্রিকেট থেকে জুলাই মাসে ইংল্যান্ড সফরের পর অনির্দিষ্টকালের জন্য বিরতিও নেন।

কিন্তু, এক মাস পরেই আবারও এশিয়া কাপের মাধ্যমে দলে ফেরেন ৩৪ বছর বয়সী এই যোদ্ধা। ফিরেই তিনি যেন আগের রুপে ফেরত যান ,হয়ে যান চিরচেনা সেই ভয়ংকর কোহলি। কিন্তু, তাঁর এই বিরতি কিংবা ফেরত আসা কোনটাই যে সহজ ছিল না, তা তিনি এর আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছিলেন। এও বলেছিলেন, তাঁকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটা ক্ষুদে বার্তা। এবার তিনি অবশেষে সেই বার্তায় কি লেখা ছিল তা প্রকাশ করলেন।

ads

কোহলি বলেন, ‘আমার এরকম দু:সময়ে তার মত একজনের সাহচর্য পাওয়া সত্যিই আমার জন্য অনেক বড় এবং উপকারী ছিল। আমাদের দুজনের ভেতরে সম্পর্কটা বন্ধুত্বের মতই, কিন্তু তবুও আমরা একে অপরকে শ্রদ্ধা করি প্রচুর। সেজন্যই তিনি তাঁর পাঠানো মেসেজে আমাকে বলেন – যখন সবাই তোমাকে শক্তিশালী ভাবা শুরু করবে এবং মনে করবে তুমি শক্তিশালী, তখন মানুষ আসলে ভুলে যাবে আসলে তুমি কেমন আছ, কি করছ।’

কোহলি বলেন, ‘সত্যি বলতে এই কথাটা আমাকে তীব্রভাবে আঘাত করে ।আমি ঠিক সেই মুহূর্তেই বুঝতে পারি যে আমাকে কি করতে হবে। কেননা আমি সবসময়ই সেরকম মানুষ ছিলাম, যাকে দেখলেই মনে হবে অনেক আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী এবং যে কি না যেকোন পরিস্থিতিকে মেনে চলতে পারে। কিন্তু এটা বুঝিনি যে, জীবনে এমনও কিছু পরিস্থিতি আসবে যখন নিজের প্রয়োজনেই নিজেকে দুই পা পিছিয়ে যেতে হবে এটা বোঝার জন্য যে আপনি আসলেই কি করছেন বা কেমন আছেন!’

কোহলি বর্তমানে যে ফর্মে আছেন, তাতে করে অবশ্যই চাইবেন তার নিজের প্রথম ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ টা নিজেদের ঘরে তুলতে। সেই লক্ষ্যে আগামী ১০ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link