More

Social Media

Light
Dark

শেষ টি-টোয়েন্টিতে নেই কোহলি

দু:সময়টা কাটিয়ে ফেলেছেন তিনি। এশিয়া কাপের পর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ছন্দেই ছিলেন। সেই ধারাবাহিকতাটা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও। তবে, শেষ ওয়ানডেতে তিনি থাকছেন না। বিরাট কোহলিকে শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে। সোমবারই বিমানে করে মুম্বাই ‍উড়ে গিয়েছেন কোহলি। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন কর্মকর্তা বলেন, ‘শেষ টি-টোয়েন্টিতে বিরাটকে বিশ্রামে রাখা হয়েছে।’

বিশ্বকাপের উদ্দেশ্যে ভারত দেশ ছাড়বে আগামী ছয় অক্টোবর। এর আগে একটু বিশ্রাম খুবই জরুরী টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়কের। আর এশিয়া কাপ থেকেই টানা খেলার মধ্যে আছেন কোহলি। সেজন্যই বোর্ড ও টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

ads

দ্বিতীয় টি-টোয়েন্টিতে গুয়াহাটিতে রান বন্যার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৬ রানে হারায় ভারত। সেখানে কোহলি ২৮ বলে ৪৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। ফলে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ভারত। শেষ ওয়ানডেতে সব কিছু ঠিকঠাক থাকলে কোহলির জায়গায় নামবেন শ্রেয়াস আইয়ার। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন স্ট্যান্ডবাই হিসেবে। ফলে, শ্রেয়াসও নিজেকে ঝালিয়ে নেওয়ার একটু সুযোগ পাচ্ছেন।

জানিয়ে রাখা ভাল, এশিয়া কাপ থেকে দারুণ ফর্মে থাকা কোহলি সর্বশেষ ১০ টি টি-টোয়েন্টি ইনিংসে করেন ৪০৪ রান। ব্যাটিং স্ট্রাইক রেট ১৪১.৭৫। এর মধ্যে ছিল তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। এবার এই ফর্মটা বিশ্বকাপে থাকলেই প্রতিপক্ষের বিপদ সুনিশ্চিত। ভারতও নিশ্চয়ই সেটাই চাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link