More

Social Media

Light
Dark

সৌম্য সরকার, দ্য ভিনটেজ ক্লিনহিটার

ক্রিকেটে ‘ক্লিনহিট’ নিঃসন্দেহে একটা শিল্প। সেই শিল্পের বাংলাদেশি কারিগর যদি সৌম্য সরকারকে বলা হয়, নিশ্চয়ই তা খুব একটা ভুল বলা হয় না। অন্তত দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলা ইনিংসটিতে সে প্রমাণটাই তো রেখে গেলেন বা-হাতি এই ব্যাটার। ফরচুন বরিশালের হয়ে অসাধারণ দক্ষতারই ঝলক দেখালেন সৌম্য।

শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ফরচুন বরিশালের। অধিনায়ক তামিম ইকবাল ফিরে গেলেন দলীয় ১৬ রানে। এরপর চোখের পলকে প্যাভিলিয়নে আহমেদ শেহজাদ ও মুশফিকুর রহিম। তিন ওভার শেষ হওয়ার আগেই বরিশালের নেই তিন উইকেট। সে সময়ে সীমাহীন চাপ সৌম্য সরকারের কাঁধে।

কি অবলীলায় তিনি সেই চাপকে বাউন্ডারি ছাড়া করলেন! দারুণ সব ক্লিনহিটে সীমানার বাইরে আছড়ে পড়ল বল। নিজের স্বরুপে ফেরার পথটা ধরে এগিয়ে যেতে থাকলেন সৌম্য সরকার। সেই পুরনো দিনের মত করেই ঢাকার বোলারদের উপর ত্রাসের রাজত্ব সৃষ্টি করলেন।

ads

মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ১৩৯ রানের জুটি গড়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের সংগ্রহ। শুরুর সেই ধাক্কা কাটিয়ে আত্মবিশ্বাসের প্রতিফলনের চিত্রই এঁকেছেন সৌম্য। কখনো পূর্ব দিকের গ্যালারির দ্বিতীয় স্তরে বল পাঠিয়াছেন, আবার কখনো পাঠিয়েছেন গ্র‍্যান্ড স্ট্যান্ডের সিটের গোড়ায়।

চারের থেকে বেশি ছক্কাই মেরেছেন। বাউন্ডারি মেরেছেন তিনি মাঠের চারিদিকে। একটা সময় রিয়াদের প্রস্থান ঘটলেও সৌম্য সরকার থেকে যান অপরাজিত। ৪৮ বলে ৭৫ রানের এক মারকাটারি ইনিংস খেলে মাঠ ছেড়েছেন তিনি। সেই সাথে দলকে নিয়ে গেছেন স্বস্তিজনক এক অবস্থানে।

১৫৬.২৫ স্ট্রাইকরেটের ইনিংসটির এক পর্যায়ে মনে হয়েছিল তিনি শতকের জন্যেই ছুটে যাবেন। তবে ব্যক্তিগত ৫৮ রানের সময় পায়ে আঘাত পান তিনি। লাহিরু সামারাকুনের ছোড়া লো ফুলটস বলটা আঘাত করে দুই প্যাডের মধ্যবর্তী স্থানে। মাটিতে লুটিয়ে পড়া সৌম্য পরবর্তীতে উঠে দাঁড়ান। সেই ওভারের শেষ বলেই ব্যাটের সুইট স্পটের সেই মধুর আওয়াজের সৃষ্টি করেন।

বল সোজা বোলারের মাথার উপর দিয়ে গিয়ে পড়ে সীমানার বাইরে। এরপরই যেন খানিকটা মনোযোগের ঘাটতি ঘটে। তাছাড়া স্ট্রাইকও ঠিকমত পাননি তিনি। পেলে হয়ত নিজের ইনিংসটিকে নিয়ে যেতে পারতেন তিন অংকের দিকেও। তবে সেটি হয়নি শেষ অবধি।

শতকের দেখা না পেলেও সৌম্য অবশ্য তার ফর্মে প্রত্যাবর্তনের বার্তাটা দিয়ে রাখলেন তিনি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশ্য ভালই করছেন সৌম্য। যদিও নিজের খেলা ইনিংসগুলোকে বড় করতে হচ্ছিলেন ব্যর্থ। অবশেষে বড় ইনিংসের দেখা পেলেন তিনি। নিশ্চিতরুপেই আরও বড় সব ইনিংসের পথেই ধাবিত হবেন সৌম্য। ‘কিকস্টার্ট’ তো পেয়ে গেছেন। এবার মহাকালের পথে যাত্রা শুরু করবার পালা। নাকি হবে তার উল্টোটা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link