More

Social Media

Light
Dark

১৪ বছর বয়সী বালকের অনবদ্য ট্রিপল সেঞ্চুরি!

পঞ্চাশ ওভারের ম্যাচে অতিমানবীয় কোন ব্যক্তিগত ইনিংসের দৈর্ঘ্য কতটুকু হতে পারে – এমন প্রশ্ন শুনলে সর্বোচ্চ ২০০ কিংবা ২৫০ রানের ইনিংস আপনার মাথায় আসবে। অথচ, জোহানসবার্গে ৩৫৭ রানের ইনিংস খেলে বসেছেন এক ব্যাটার, বিস্মিত হওয়ার মতই।

আর বিস্ময় আরো বাড়বে যখন জানবেন সেই ব্যাটারের বয়স কেবল ১৪! ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করা এই বালকের নাম জস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকায় এখন চলছে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

এই টুর্নামেন্টে ট্রিনিটি হাউজ র‍্যান্ডপার্ক রিজের মুখোমুখি হয়েছিল সেন্ট জোনস স্কুল; টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল ট্রিনিটি হাউজ। অ্যান্ডারসন এই স্কুলের হয়ে বাইশ গজে আসেন, এরপর স্রেফ তান্ডব চালান প্রতিপক্ষ বোলারদের ওপর।

ads

মাত্র ১৬২ বলে ৩৫৭ রান করেন তিনি, ২৩টি ছক্কা সহ এসময় মোট ৬৫ বার বাউন্ডারি হাঁকিয়েছেন। অবশ্য এই অতিমানবীয় ইনিংস আরো বড় হতে পারতো, কেননা এগারো ওভার বাকি থাকতেই স্বেচ্ছায় মাঠ ছেড়েছিলেন অ্যান্ডারসন।

যদিও তাঁর দলকে সমস্যায় পড়তে হয়নি, নির্ধারিত পঞ্চাশ ওভারে ৫৯১ রানের সংগ্রহ গড়েছিল তাঁরা। দ্বিতীয় ইনিংসে ক্রিস্টিয়ান স্পার্কসের বোলিং জাদুতে ১৮৭ রানেই গুটিয়ে যায় সেন্ট জনস স্কুল।

স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন ছোট্ট প্রোটিয়া তারকা। স্কুলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে স্বীকৃতি স্বরূপ পোস্ট করা হয়েছে। এছাড়া তাঁর কোচ বলেছেন যে, ‘একেবারে নিখুঁত ব্যাটিং ছিল, সে সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে।’

তিনি আরো যোগ করেন, ‘শর্ট বলে অসম্ভব ভাল খেলেছে, কাট শট আর পুল শটের সদ্ব্যবহার করতে পেরেছে। অধিকাংশ রান এই দুই শটেই এসেছে। স্পিনের বিপক্ষে একটু সমস্যা হচ্ছিলো তাঁর, সেজন্য পেসাররা পুনরায় আক্রমণে আসার অপেক্ষায় ছিল।’

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৩ ক্রিকেট প্রতিযোগিতায় গোটেং লায়ন্সের প্রতিনিধিত্ব করেন জস অ্যান্ডারসন। এই দলটির অধিনায়কও তিনি, আবার বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত দেখা যায় তাঁকে। সবমিলিয়ে ভবিষ্যৎ তারকার ছাপ পাওয়া গিয়েছে তাঁর মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link