More

Social Media

Light
Dark

আইসিসির দুই কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্ক!

আইসিসির বার্ষিক সম্মেলনের আগেই পদত্যাগ করলেন সংস্থাটির দুইজন শীর্ষ কর্মকর্তা। একটি প্রতিবেদন অনুযায়ী ক্রিস টেটলি এবং ক্লেয়ার ফার্লং আইসিসিতে তাঁদের পদ থেকে অব্যাহতি জানিয়েছেন।

টেটলি ছিলেন আইসিসির হেড অফ ইভেন্ট আর  ফার্লং ছিলেন মার্কেটিং এবং কমিউনিকেশন এর জেনারেল ম্যানেজার। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তি ঠিক পরেই তাঁদের বিদায়ের কথা প্রকাশ করা হয়েছিল।

কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলনের কিছু আগেই তাঁদের এমন পদত্যাগের ফলে নানা ধরণের জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন যে এটি বিশ্বকাপের সাথে সম্পর্কিত। তবে আইসিসি সূত্র হতে জানা যায় যে এই পদত্যাগের পরিকল্পনা কয়েকমাস আগেই করা হয়েছিল। একটি সূত্র উল্লেখ করেছে যে টেটলি এবং ফার্লং উভয়ই আইসিসির শেষ বানিজ্যিক চক্রের পর চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সফল সমাপ্তি নিশ্চিত করতে তা স্থগিত রাখা হয়েছিল।

ads

তবে একটি স্মুথ ট্রানজিশনের জন্য তাঁরা আরও কয়েক মাস আইসিসির সাথে থাকবে। ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত হওয়া আইসিসির বার্ষিক সম্মেলনেও যোগদান করবেন  তাঁরা।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ, বিশেষ করে নিউইয়র্কে, আইসিসির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল। যেখানে টেটলি এবং ফার্লং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে অসামঞ্জস্যপূর্ণ পিচের কারণে নিউইয়র্কের লো স্কোরিং ম্যাচগুলি নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। আইসিসি বোর্ডের একজন সদস্য অন্য সদস্যদের কাছে একটি চিঠিতে এই বিষয়টি উত্থাপন করেছেন। এবং কলম্বো সম্মেলনে এটি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

পিচ সমস্যা সত্ত্বেও শিরোপা জয়ী ভারত দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কারণ সকল  দলকে একই পরিস্থিতিতে খেলতে হয়েছে।

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার জন্য রেকর্ড সময়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে একটি মডুলার স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। এই স্টেডিয়ামটি নিউইয়র্ক গেমসের পরে ভেঙে দেওয়া হয়েছিল। যেখানে যুক্তরাষ্ট্রে বরাদ্দকৃত ১৬টি খেলার মধ্যে আটটি আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link