More

Social Media

Light
Dark

শূন্য ক্যাবিনেটের হাহাকার

প্রতিবারই আইসিসি টুর্নামেন্ট হট ফেবারিট হিসেবে খেলতে আসলেও বিদায় নিতে হয় শিরোপা জয়ের আগেই। নিজেদের দেশে ক্রিকেটীয় প্রতিভায় ভরপুর, বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেট লিগের আয়োজক তারা তবুও কেন জানি গত ১৫ বছরে ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেললেও সবেধন নীলমণি ২০০৭ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছাড়া ট্রফি ক্যাবিনেটে আর কোনো টি-টোয়েন্টি শিরোপা নেই।

আর যদি সব আইসিসি টুর্নামেন্টের কথা বলেন তবে শেষ আইসিসি টুর্নামেন্টের শিরোপা জয়ের ইতিহাসও ৯ বছরের পুরনো। জ্বি হ্যাঁ, ক্রিকেট নিয়ে যদি নূন্যতম ধারণা থেকে থাকে তবে আপনি বুঝে গিয়েছেন বর্তমান টি-টোয়েন্টির এক নাম্বার দল ভারতকে নিয়েই উপরের আলোচনা। তবে বিশ্বকাপে নিজেদের ভাগ্য এবার পাল্টাতে চায় তারা।

গত ৯ বছরে খালি হাতে ফিরে যাওয়া ভারত এবার দৃঢ়প্রত্যয়ী। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে  ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট বিসিসিআই ডট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের ব্যাপারে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ অবস্থানের কথা তুলে ধরেন।

ads

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলি ভারতের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে রোহিত শর্মা কাঁধে পড়ে এই গুরুদায়িত্ব। বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএলের অন্যতম সফল এই অধিনায়ক ভারতের হয়ে দারুন শুরু করেন। প্রথম অধিনায়ক হিসেবে একটানা ১৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ের রেকর্ড গড়েন তিনি।

অধিনায়ক হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে দারুন করলেও নিজের প্রথম বহুজাতিক টুর্নামেন্ট এশিয়া কাপে মুখ থুবড়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। তার অধিনায়কত্বে এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরোলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় ভারত। এশিয়া কাপের দু:সহ স্মৃতি ভোলার জন্য বিশ্বকাপের চেয়ে দারুন উপলক্ষ ভারতের জন্য আর কিছুই হতে পারতো না।

এবার তা নিয়ে ভারতীয় অধিনায়ক ভারতীয় ওয়েবসাইটকে বলেন, ‘আমাদের প্রতিটা খেলোয়াড়ই যথেষ্ঠ অভিজ্ঞ। তারা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে দিনশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো।এবারের বিশ্বকাপের শিরোপা জয়ই আমাদের মূল লক্ষ্য রাখা।’

বিশ্বকাপ জয়কে মূল লক্ষ্য বললেও এখনই শিরোপার কথা মাথায় এনে খেলোয়াড়দের উপর বাড়তি চাপ দিতে নারাজ ডানহাতি এই ওপেনার। তিনি বলেন, ‘‘যদিও বা শিরোপা জয়ই আমাদের লক্ষ্য তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। ম্যাচ অনুযায়ী প্ল্যান করে ধাপে ধাপে সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌঁছনোর পর ওইসব বড় ম্যাচ ভাববো।’

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার পেজে পোস্ট করা এক ভিডিওতে রোহিত শর্মাকে বলতে দেখা যায়, “বিশ্বমঞ্চে ভারতকে নেতৃত্ব দেওয়া অনেক গৌরবের। অধিনায়ক হিসেবে আমার প্রথম বিশ্বকাপ দায়িত্ব নিয়ে অনেক রোমাঞ্চিত আমি। পার্থে আমাদের দারুণ অনুশীলন হয়েছে। আশা করি মাঠে আমরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারবো।’

আগামী ২৩ অক্টোবর ভারত নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। রোহিতের মতোই ভারতীয় সমর্থকদের প্রত্যাশা বিগত দিনের ব্যর্থতা পিছনে ফেলে সামনের বিশ্বকাপে দারুন ক্রিকেট উপহার দিবে বিরাট কোহলিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link