More

Social Media

Light
Dark

ধারাবাহিক স্টাবস, ডি ভিলিয়ার্সের আদর্শ উত্তরসূরী!

দক্ষিণ আফ্রিকান, উইকেটরক্ষক, ডানহাতি – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ ঠিক ধরেছেন, এবি ডি ভিলিয়ার্সই বটে। তবে হুবহু একই পরিচয়ে আরেকজন একই পথে হাঁটছেন, তিনি ট্রিস্টান স্টাবস। চলতি আইপিএলে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

সবশেষ নিলামে দিল্লী ক্যাপিটালস নিজেদের দলে নিয়েছিল এই ব্যাটারকে। সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে বিন্দুমাত্র সময় ক্ষেপণ করেননি তিনি; মৌসুমের শুরু থেকেই পারফরম করে যাচ্ছেন নিরলস। এরই ধারাবাহিকতায় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অনবদ্য ব্যাটিং দেখা গেলো তাঁর কাছ থেকে।

এদিন পাঁচ নম্বরে নেমে কেবল ২৫ বল খেলার সুযোগ পেয়েছিলেন এই তরুণ; তাতেই করেছেন ৫৭ রান। তিন চার ও চার ছয়ে সাজানো ইনিংসটিতে স্ট্রাইক রেট স্বাভাবিকভাবেই দুইশ ছাড়িয়ে গিয়েছে। তাঁর এমন পারফরম্যান্সের কল্যাণে নির্ধারিত বিশ ওভারে ২০৮ রান করতে সক্ষম হয় দিল্লি।

ads

স্টাবস যখন বাইশ গজে আসেন তখন দলীয় সংগ্রহ এগারো ওভারে ১১১। টপ অর্ডারের গড়ে দেয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে এরপর বোলারদের তুলোধুনো করেছিলেন তিনি, আরশাদ খানের চার বল থেকেই আদায় করেছিলেন ১৪ রান।

সেই শুরু, তারপর কেবলই আগ্রাসী মেজাজে বাউন্ডারি হাঁকানোর নেশায় মেতে উঠেছিলেন এই প্রোটিয়া। ডেথে মহসিন খান, নাভিন উল হকদের কোন ছাড় দেননি তিনি। ফলে মাত্র ২২ বলেই অর্ধশতক পূর্ণ হয় তাঁর, সেই সাথে স্কোরবোর্ডের মোট রান দুইশর ঘরে পা রাখে।

ডু অর ডাই ম্যাচে ১৯ রানের জয় পেয়েছে ঋষাভ পান্তের দল। ম্যাচসেরা ঈশান্ত শর্মা হলেও এই তারকার অবদান নেহাত কম নয়। পুরো টুর্নামেন্ট জুড়েই মিডল অর্ডারের ভরসা হয়ে আছেন তিনি; এবারের আসরে ইতোমধ্যে ৩০০ এর বেশি রান করেছেন। বিশ্বকাপেও তাঁর এমন ছন্দ চলমান থাকবে সেটিই এখন প্রত্যাশা সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link