More

Social Media

Light
Dark

কে হবেন ভারতের পেস বোলিং কোচ?

ভারত তাঁদের প্রধান কোচের দেখা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। নতুন বোলিং কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার মরনে মরকেলকে। ভারতের নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীর এই পদের জন্য মরকেলের নাম সুপারিশ করেছেন।

কোচিংয়ে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান এই পেসারের। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন তিনি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দায়িত্ব ছেড়ে দেন মরকেল।

গম্ভীর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) এই পদের জন্য মরকেলকে বিবেচনা করতে বলেছেন। তিনি ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৪৪ টি টি-টোয়েন্টি খেলেছেন। একটি প্রতিবেদন অনুযায়ী এই দক্ষিণ আফ্রিকানের সাথে বিসিসিআইয়ের আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

ads

গম্ভীর ও মরকেল এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) লখনৌতে এক সাথে কাজ করেছেন। যেখানে গম্ভীর দলে মেন্টর হিসেবে এবং মরকেল দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন। গম্ভীর চলে যাওয়ার পরও সেখানে নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে নিজের কাজ অব্যাহত রেখেছেন তিনি।

বর্তমান ক্রিকেটে ৩৯ বছর বয়সী মরকেল আন্তর্জাতিক এবং আইপিএল উভয় ক্ষেত্রেই একজন কার্যকার কোচ হিসেবে বিবেচিত হন। গম্ভীর বিশ্বস্ত সহকর্মীদের সাথে কাজ করতে পছন্দ করেন। তাই তিনি তাঁর কোচিং দলে মরকেলকে রাখার জন্য আগ্রহী। তবে মরকেলের পরিবার এবং তাঁদের জন্য প্রয়োজনীয় বিস্তৃত ভ্রমণের কথাও বিবচনায় রাখবে বিসিসিআই।

মরকেলের স্ত্রী রোজ কেলি একজন ক্রীড়া উপস্থাপক। দুই সন্তান এবং তাঁর স্ত্রীকে নিয়ে বর্তমানে সিডনিতে বসবাস করছেন মরকেল। তবে ভারতের বোলিং কোচের জন্য তিনিই একমাত্র প্রার্থী নন। এই তালিকায় তাঁর সাথে রয়েছেন লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার এবং জহির খান।

মরকেল বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলে তিনি পরশ মামব্রেয়ের স্থলাভিষিক্ত হবেন। যিনি গত তিন বছর প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে ভাল কাজ করেছেন। এছাড়াও গাম্ভীরের অন্যান্য সহকারী কোচিংয়ের ভূমিকার জন্য তিনি অভিষেক নায়ার এবং রায়ান টেন ডেসকাটের জন্য সুপারিশ করেছেন। বিসিসিআই সম্ভবত রাহুল দ্রাবিড়ের কোচিং দল থেকে শুধু ফিল্ডিং কোচ টি দিলীপকে ধরে রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link