More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

নতুন তারার মিছিলে…

লম্বা বিরতির পর এই বছর বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। এর আগে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে এতটা লম্বা বিরতি কখনোই ছিল না। এর শেষ আসরটি হয়েছিল ২০১৬ সালে। ফলে পাঁচ বছর পর আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ষষ্ঠ আসর।

এদিকে এই পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে আগমণ ঘটেছে অনেক তারকা ক্রিকেটার। যারা এরমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রমাণ করেছেন। ফলে এবারের বিশ্বকাপ তাঁদের জন্য বড় মঞ্চ। এইবারই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এমন পরিচিত ক্রিকেটারদের নিয়েই এই আয়োজন।

  • লোকেশ রাহুল (ভারত)

রঙিন পোশাকে এই মুহুর্তে ভারতের অন্যতম সেরা ওপেনারদের একজন লোকেশ রাহুল। ২০১৬ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো তখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি এই ব্যাটসম্যানের। তবে সেই বছরই অভিষেকের পর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন।

ads

আইসিসি র‍্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে ছিলেন লম্বা সময়। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে দেখা যাবে টি-টোয়েন্টি ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানকে। এখন অবধি ভারতের হয়ে খেলা ৪৯ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৫৫৭ রান।

  • বাবর আজম (পাকিস্তান)

এই মুহুর্তে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়কও এইবছর খেলছেন নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকমাস পরেই এই ফরম্যাটে অভিষিক্ত হন বাবর আজম।

২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬২.৫৬ গড়ে করেছিলেন ৫৬৩ রান। এছাড়া সবমিলিয়ে ৬১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছে ২ হাজারেরও বেশি রান। আবার এই ফরম্যাটে ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যেও দ্রুততম পাকিস্তানের এই ব্যাটসম্যান।

  • আফিফ হোসেন ধ্রুব (বাংলাদেশ)

এই মুহুর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম আফিফ হোসেন ধ্রুব। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কার্যকর ব্যাটসম্যানও তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অন্য ব্যাটসম্যানরা যেখানে রান করতে হিমশিম খেয়েছেন সেখানে ধারাবাহিক ও সাবলীল ভাবে রান করে গেছেন। ওদিকে আফিফের টি-টোয়েন্টি অভিষেক হয় ২০১৮ সালে। ফলে শেষ বিশ্বকাপে খেলার কোন সুযোগই ছিল। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের  ব্যাটিং লাইন আপের বড় ভরসার জায়গা হবেন আফিফ।

  • শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ)

ক্রিস গেইল কিংব ড্যারেন ব্রাভোদের ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বড় ভরসার নাম শিমরন হেটমায়ার। এই বিশ্বকাপেও মিডল অর্ডারে ক্যারিবীয়দের মূল ব্যাটসম্যান হবেন হেটমায়ার। বর্তমান চ্যাম্পিয়নরা এবারো শিরোপা জিততে চাইলে বড় দায়িত্বই পালন করতে হবে এই ব্যাটসম্যানকে।

বিশেষ করে তাঁর হিটিং পাওয়ার এই বিশ্বকাপে খুব কাজে আসবে। ওদিকে হেটমায়ারের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০১৮ সালে। ফলে নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অপেক্ষায় আছেন তিনিও।

  • স্যাম কুরান (ইংল্যান্ড)

টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বড় তারকা হতে পারেন স্যাম কুরান। এই ফরম্যাটে এখনো খুব বেশি খেলার সুযোগ না পেলেও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ইতোমধ্যেই নিজের কার্যকারিতার প্রমাণ দিয়েছেন।

ফলে এই বিশ্বকাপে ইংল্যান্ডের বড় বাজি হতে পারেন তিনি। এখন পর্যন্ত দেশটির হয়ে ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। বল হাতে তাঁর কার্যকারিতার পাশাপাশি ব্যাট হাতেও যেকোনো পজিশনে খেলতে পারেন এই তরুণ তুর্কি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link