More

Social Media

Light
Dark

বাঁধভাঙা শ্রেষ্ঠত্বের আগ্রাসন

বায়ার্ন মিউনিখের অবিশ্বাস্য এক যুগের অবসান ঘটেছে। প্রায় আট বছর ধরে কাটানো এই ক্লাব ছেড়ে সম্প্রতি বার্সেলোনায় যোগ দিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি।

বেশ কিছুদিন ধরেই তাঁর খুব একটা বনিবনা হচ্ছিলো না বায়ার্ন মিউনিখের সাথে। গত মে মাসে নিজ থেকেই তিনি ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু সাফ জানিয়ে দিয়েছিলেন কোনভাবেই আর এই ক্লাবে থাকতে চান না তিনি।

আর এদিকে বার্সেলোনার মেসি পরবর্তী সময়ে দরকার ছিল একজন শক্তপোক্ত উত্তরসূরির। তাই মেসির সেই ফাঁকা জায়গাটা অনায়াসে পরিপূর্ণ করার জন্য এই তারকা ফুটবলারকে বিবেচনা করা হবে তা খুব স্বাভাবিক। গত কয়েক মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল মেশিন তকমা পেয়েছেন।

ads

সুযোগের সদ্ব্যবহারে তাই এই গোল মেশিনকে নিজেদের ক্লাবে ভেড়ালো বার্সা। বুন্দেসলিগা ক্লাবের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা রবার্ট লেওয়ানডস্কি এবার লা লিগায় বার্সেলোনার হয়ে নতুন চ্যালেঞ্জ শুরু করতে চলেছেন।

রবার্ট লেওয়ানডস্কির ট্রান্সফারের সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন। দুই ক্লাবের মধ্যে হয়ে গেছে সমঝোতা। শনিবার উভয় ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে। বাদবাকি মেডিকেল হয়ে গেলেই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে যাবে।

রবার্ট লেওয়ানডস্কির সফল ক্লাব ক্যারিয়ারে বায়ার্নের হয়ে আটটি বুন্ডেসলিগা, তিনটি জার্মান কাপ, চারটি জার্মান সুপার কাপ জিতেছেন। এছাড়াও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একবার উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা রয়েছে তাঁর ঝুলিতে। অর্থাৎ ২০১৪ তে বায়ার্নে যোগ দেয়ার পর থেকে সম্ভাব্য সব শিরোপা অর্জন করেছেন তিনি।

জাতীয় দলে খেলেন পোল্যান্ড ফুটবল দলের হয়ে। পোল্যান্ডের হয়ে ১৩২ ম্যাচে ৭৬ গোল করেছেন। তিনি সাতবার পোল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন। ২০১৫ সালে বিশ্বের পঞ্চম সেরা ফুটবলার হিসেবে তাঁকে স্বীকৃতি দিয়েছিল দ্য গার্ডিয়ান পত্রিকা। দু’বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের তকমাও জুটিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি।

৩৩ বছর বয়সী এই ফুটবলার ২০১৪-২০২২ সময়কালে সবমিলিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে গোল অরেছেন ৩৪৪ টি। ঠিক একই সময়কালে ফুটবলের জাদুকর বলে খ্যাত লিওনেল মেসি বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে মোট গোল করেছেন ৩২৯ টি।

যেখানে পিএসজি এর হয়ে তাঁর গোলসংখ্যা ১১ টি। ঠিক একই ২০১৪-২২ সময়কালে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মোট ৩২৩টি ক্লাব গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরিসংখ্যান প্রমাণ করে যে রবার্ট লেওয়ানডস্কি তাঁর সমসাময়িক মেসি রোনালদোর মতো অন্য দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন।

লেওয়ানডস্কি বায়ার্নে কেবলমাত্র তাঁর অভিষেক সিজনেই সর্বনিম্ন মাত্র ২৫ টি গোল করেছিলেন। পরবর্তী সাত মৌসুমে তিনি কখনোই এক মৌসুমে ৪০ টির কম গোল করেননি। এমনকি তিনি দুইটি মৌসুমে ৫০ টি গোলের রেকর্ড ছুঁয়েছিলেন। ২০১৯-২০ মৌসুমে ৪৭ গেমে ৫৫ গোল করেছিলেন এবং ২০২১-২২ তে জার্মানিতে তার শেষ মৌসুমে ৪৬ গেমে ৫০ গোল করেছেন। বায়ার্নের হয়ে সর্বমোট ১৯ টি শিরোপা অর্জন তাঁর সফল এবং গর্বিত ক্যারিয়ারের মাইলফলক হয়ে রইবে।

গণমাধ্যমের ভাষ্যমতে এই তারকা ফুটবলারের ট্রান্সফার ফি’র অঙ্কটা হতে পারে পাঁচ কোটি ইউরোর কাছাকাছি। অর্থাৎ তাঁকে দলে ভেড়াতে এই পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে বার্সাকে। রবার্ট লেওয়ানডস্কি যে তাঁর অসাধারণ ফুটবল জাদুতে বার্সার প্রতিটি অর্থ পাই পাই করে উসুল করে দিতে চাইবেন – তা আর বলার অপেক্ষা রাখে না। ফুটবল প্রেমীদের চোখ এখন স্থির থাকবে লেওয়ানডস্কি যুগে বার্সেলোনার আসন্ন মৌসুমের দিকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link