More

Social Media

Light
Dark

দ্য স্পেশালিটি অব রিশাদ হোসেন

রিশাদ হোসেনকে কেন বারবার একাদশে দরকার সেটা তিনি বুঝিয়ে দিলেন প্রথম বলেই। ফ্লাইটেড ডেলিভারিতে বধ করলেন কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়ক ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এই উইকেটটা বাংলাদেশ দলের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ ছিল, সেটা ঠিক বলে বোঝানো যাবে না।

এবার বাংলাদেশে এসে শেষ পাঁচটা ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি যত বেশি সময় ক্রিজে থাকবেন, লঙ্কানদের জয়ের সম্ভাবনা তত বেশি বাড়বে – বিষয়টা কারোই অজানা নয়।

হুট করে এই উইকেট নিতে পারার ক্ষমতাটাই লেগ স্পিনারদের স্পেশালিটি। ফলে, এটুকু দিয়ে সাদা বলের পোশাকে মোটামুটি নিজের একটা অবস্থান করতে চলেছেন রিশাদ। তিনটি ওয়ানডে খেলে রিশাদ এবারই প্রথম উইকেটের দেখা পেলেন। এর বাইরে টি-টোয়েন্টি দলে তাঁকে মোটামুটি বাংলাদেশের নিয়মিত সদস্যই বলা চলে এখন।

ads

রিশাদকে ধরলে এখন বাংলাদেশের বোলিং আক্রমণকেও বেশ বৈচিত্রময় বলা চলে। বাঁ-হাতি পেসার, ডান-হাতি স্পিনার। সাথে বাঁ-হাতি ও ডান হাতি স্পিন আক্রমণের সাথে এবার যোগ হলেন একজন লেগ স্পিনার। তবে, এটা ঠিক রিশাদকে এখনও অনেকদূর যেতে হবে।

লেগ স্পিনারদের জন্য সব সময়ই মিতব্যয়ী বোলিং করাটা শক্ত। তবে, সময়ের সাথে সাথে এই সমস্যার কিছুটা পরিচর্যাও হওয়া দরকার। রিশাদ নিজেও এই সমস্যার বাইরে নন। রিশাদের আরেকটা সমস্যা হল, লেগস্পিনারদের অন্যতম প্রধান অস্ত্র গুগলিটা এখনও পুরোপুরি আয়ত্ত করতে পারেননি তিনি। সেটা করতে পারলেই বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারবেন তিনি।

এর বাইরে এমনিতে রিশাদকে বেশ বৈচিত্রময় বোলারই বলা যায়। টপ স্পিন, ফ্লিপার – বেশ অনেক রকম কৌশলই আছে তাঁর অস্ত্রশালায়। এর সাথে গুগলিও যোগ হলে, তাঁকে ঘিরে আশা করতেই পারে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের ভরসার হাতও আছে তাঁর কাঁধে।

রিশাদের কাছ থেকে বাংলাদেশের বাড়তি পাওয়া হল তাঁর ব্যাটিং। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে তিনি রেকর্ড গড়া এক হাফ সেঞ্চুরি করেছেন। মানে, ব্যাটিংটা তাঁর বেশ কার্যকর। দারুণ সব ক্যামিও খেলে তিনি পার্থক্য গড়ে দিতে জানেন। সীমিত ওভারের ক্রিকেটে আধুনিক ঘরানায় এমন চরিত্র ভীষণ দরকার।

তবে, বাস্তবতা হল – রিশাদকে ঘিরে এত সব আলোচনা এখন পর্যন্ত ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ। সম্ভাবনাকে সত্যি করতে আসল কাজটা রিশাদের নিজেকেই করতে হবে। রিশাদের জন্য লড়াইটা নিজের সাথেই।

লেখক পরিচিতি

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link