More

Social Media

Light
Dark

পিএসএল, ব্যাটারদের ব্যর্থ সাপ্লাই-চেইন

টি-টোয়েন্টি মানেই বোলারদের উপর ব্যাটারদের তাণ্ডব। চার আর ছয়ের ঝনঝনানি। তাই বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসে মানসম্মত ব্যাটার। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির মতে পাকিস্তান সুপার লিগ এক্ষেত্রে ব্যর্থ।

তিনি মনে করেন বাবর আজমের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন দলে তেমন কোনো পরিবর্তন ঘটাবে না। কেননা, পাকিস্তানে ভাল মানের ব্যাটারের বড়ই অভাব। পাকিস্তান সুপার লিগের মাধ্যমে ভাল মানের কোনো তরুণ ব্যাটার আসেনি। সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আর এভাবে চলতে থাকলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ স্থবির হয়ে পড়বে বলে মনে করেন বাসিত।

তিনি তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি মনে করি না দলে কোনো গ্রুপিং হবে। কেননা, দেশে প্রতিভার বেশ অভাব। তাই তো আমরা আরব আমিরাত থেকে উসমান খানের মত খেলোয়াড়দের পাকিস্তানের হয়ে খেলার জন্য নিয়ে আসি। পিএসএল নতুন কোনো ব্যাটার জন্ম দিতে পারেনি। তাই আমার মনে হয় না কোনো সমস্যা সৃষ্টি হবে।’

ads

তিনি মনে করেন দলে ছোটখাটো পরিবর্তন হলেও হতে পারে। ইমাদ ওয়াসিম অথবা আবরার আহমেদের মত খেলোয়াড়দের দলে দেখা যেতে পারে। তবে দলের মূল কাঠামো একই থাকবে।

দলের অবস্থা সম্পর্কে তিনি আরো বলেন, ‘পাঁচ-ছয় মাস আগেও বাবর যখন অধিনায়ক ছিল, তখন দলের অবস্থা এমনই ছিল। এবার নিউজিল্যান্ড সিরিজে হয়তো ইমাদ আর আবরারকে দলে দেখা যেতে পারে। আবার মোহাম্মদ নওয়াজকে দল থেকে বাদ দেয়া হতে পারে। তবে মূল দল একই থাকবে।’

এবছরের জুনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেখানে ভাল ফলাফল করার জন্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবেই নজর দিতে হবে পাকিস্তানকে। বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও ভাল প্রস্তুতি নিতে হবে। কেননা, টি-টোয়েন্টি মানেই যে রানের খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link