More

Social Media

Light
Dark

দ্য নেভার এন্ডিং রোনালদো

দেহঘড়ির কাটা এখন ৩৫ পেড়িয়ে গেছে লোকটার। এখন তার জাদু অফ দ্য বল মুভমেন্টে, ২৫ মিনিটে কর্নার থেকে ডি বক্সে বলের সর্বোচ্চ ব্যক্তিগত অ্যাঙ্গেলে পৌঁছে শট, ৩৮ মিনিটে লম্বা দৌড়ে জোয়াও ক্যানসেলোর লঙ বল ধরে শট।

দুটোই ঠেকালেন গোলরক্ষক।

কিন্তু, ঠেকাতে পারলেন না দুই পা প্রসারিত করে ধেয়ে আসা অশনিসংকেত। সুইডেনের জাল বরার রোনালদোর সপ্তম গোল, আন্তর্জাতিক ফুটবলে ১০০তম। ইরানের আলি দায়িকে ধরতে রোনালদোর হয়তো ২০২১ পর্যন্ত নাও যেতে হতে পারে!

ads

আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের যাত্রাপথ লম্বা বটে। তবে অনেকে বলবেন ইউরোপের আন্তর্জাতিক ফুটবল খেলা বেশি হয়, হ্যা বেশি হয় বটে সেদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো একমাত্র ইউরোপীয়ান ফুটবলার যার ১০০ বা তার বেশি আন্তর্জাতিক গোল আছে।

আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবল মিলালে রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার যার এই দুই পর্যায়েই শত গোলের বেশি আছে।

রোনালদোর বিপক্ষে অভিযোগের সুরেই অনেকে বলেন, ইউরোপীয়ান ফুটবলের তুলনামূলক ছোট দলের বিপক্ষে তাঁর গোল বেশি।

বাস্তবতা বলছে স্পেন, সুইডেন, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, রাশিয়া, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মিশর, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, ইউক্রেন, ওয়েলস, স্লোভাকিয়া, সার্বিয়া, আইসল্যান্ড, গ্রীস, ইকুয়েডর- এই দলগুলোর বিপক্ষে রোনালদোর আছে ৪৩টি গোল।

ইউরোপের ৩০টি দলের সাথে রোনালদোর গোলসংখ্যা ৮৭ টি। পৃথিবীর ভিন্ন ভিন্ন ৪১ টি দেশের বিপক্ষে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

তার চেয়ে মজার ব্যাপার রোনালদো গোল করেছেন যখন দলের প্রয়োজন, যখন তাঁর দিকে তাকিয়ে থাকে সবাই।
এখন পর্যন্ত ৪৭ টি প্রীতি ম্যাচ খেলে রোনালদো মাত্র ১৭ টি গোল করেছেন।

কিন্তু, ইউরোতে ৯ টি, বিশ্বকাপে ৭ টি, কনফেডারেশন্স কাপে ২ টি, বিশ্বকাপ বাছাইয়ে ৩০ টি এবং ইউরো বাছাইয়ে ৩১ টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এসব বাদেও রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে ৯ টি হ্যাটট্রিক আছে যার কোনোটিই প্রীতি ম্যাচে না।

নর্দান আয়ারল্যান্ডের সাথে শুরু, এরপর সুইডেনের সাথে ৩ গোল দিয়ে সুইডেনের মাটিতে সুইডেনকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে পর্তুগালকে বিশ্বকাপে উঠিয়েছেন রোনালদো, যখন বলা হচ্ছিলো রোনালদোর পর্তুগাল কি গ্রুপ পর্ব অতিক্রম করতে পারবে? ২০১৮ বিশ্বকাপে? স্পেনের সাথে হ্যাটট্রিক ঠিক তখন, তাও প্রতিবার পেছন থেকে ফিরে এসে রোনালদোর ৩ গোলে একটি বড় পয়েন্ট পায় পর্তুগাল।

উয়েফা ন্যাশন্স লিগে সুইজারল্যান্ডের সাথে হ্যাটট্রিক। এছাড়া আর্মেনিয়ার সাথে ইউরো বাছাইয়ে, অ্যান্ডোরা ও ফ্যারো আইল্যান্ডের সাথে বিশ্বকাপ বাছাইয়ে, লিথুয়ানিয়ার সাথে ইউরো বাছাইয়ের দুই লেগে হ্যাটট্রিকে করেছেন রোনালদো।
এই হ্যাটট্রিক গুলো থেকে রোনালদোর ২৭ টি আন্তর্জাতিক গোল এসেছে যার মধ্যে একটি করে পেনাল্টি পেয়েছেন ৫ ম্যাচে।

আর মোট গোলের মধ্যে কয়টা পেনাল্টি? সেটা গুণে দেখার জন্য তো আপনারা আছেনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link