More

Social Media

Light
Dark

ছক্কার ‘বিশ্বচ্যাম্পিয়ন’ কারা!

এবারের বিশ্বকাপটা যেন ছিল ব্যাটারদের। বিরাট কোহলি তো সেই দুই দশক আগের রেকর্ড ভেঙেছেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন তিনি। তাছাড়া প্রায় প্রতি ম্যাচেই তো দলগুলোর দলীয় সংগ্রহ ছাড়িয়ে গেছে ৩০০ রানের গণ্ডি।

কিছু কিছু ম্যাচে তো রান ৪০০ পেরিয়েছে বা গিয়েছে তার কাছাকাছি। এমন এক বিশ্বকাপে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ দলগত ছক্কার রেকর্ড হওয়া অবধারিত। হয়েছেও তাই। তবে এর আগের সকল রেকর্ডই ভেঙেছে এই আসরে। এক আসরে সর্বোচ্চ দলীয় ছক্কার প্রথম তিনটিই হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।

যেখানে সবার উপরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দলগত ছক্কার সংখ্যা ৯৯টি। কুইন্টন ডি কক, এনরিখ ক্লাসেন, এইডেন মার্করামদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপটা স্রেফ প্রতিপক্ষদের সাথে ছেলেখেলা করেছে এবারের বিশ্বকাপে।

ads

বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রান ৪২৮ তো তাদেরই গড়া নতুন রেকর্ড। গোটা দলটাই স্রেফ তাণ্ডব চালিয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। যদিও তাদের দুর্ভাগ্য পিছু ছাড়েনি কখনো। সেই সেমিফাইনালে হেরেই তাদের বিদায় নিতে হয়েছে এবারের বিশ্বকাপ থেকে। আরও একবার বিশ্বজয়ের সমূহ সম্ভাবনা কর্পূর হয়ে উবে গেছে প্রোটিয়াদের।

তাদেরকে সেমিফাইনালে হারানো দলটি আবার দলগত ছক্কার নিরিখে রয়েছে দ্বিতীয় অবস্থানে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ছক্কা হাকিয়েছে ৯৭টি। বিশ্বজয়ের যাত্রায় গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, মিচেল মার্শরা বল আছড়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে। আবার প্রয়োজন বুঝে আগ্রাসনের লাগামও টেনেছেন।

তাইতো প্রথম দুই ম্যাচ হেরেও শেষ অবধি শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে তাদের মাথায়। অন্যদিকে দূর্দান্ত খেলতে থাকা ভারতের কপাল পুড়েছে। পুরো টুর্নামেন্টে অপরাজেয় হয়েও শেষ অবধি হারতে হয়েছে শিরোপা জয়ের অন্তিম লগ্নে।

তবে এর আগে ভারতের অপ্রতিরোধ্য যাত্রায় দলের সবাই মিলে ৯৩ ছক্কা হাঁকিয়েছেন। যার অধিকাংশই এসেছে ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মার ব্যাট থেকে। এই ব্যাটার যে ছক্কার মারার মানদণ্ডে ছাপিয়ে গেছে ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকেও।

এছাড়া শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, লোকেশ রাহুলরাও সময়ে সময়ে দলের রান বাড়িয়ে নিতে হাত খুলে ব্যাট চালিয়েছেন। তাতে করে বহুবারই বল গিয়ে আছড়ে পড়েছে গ্যালারীতে। যাতে আনন্দে ভেসেছে গোটা গ্যালারী ভর্তি দর্শক। তবুও একটা আক্ষেপ নিয়েই শেষ করতে হয়েছে নীল জার্সির জনস্রোতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link