More

Social Media

Light
Dark

অভিষেকের মঞ্চেই টেস্টের মেজাজ

টেস্ট অভিষেক তো যেকোনো ক্রিকেটারেই স্বপ্ন। টেস্ট অভিষেকে দলের হয়ে বুক চিতিয়ে লড়াই করার কীর্তি গড়া আরো অনন্য এক ব্যাপার। আবার অভিষেকেই রেকর্ড করার ইতিহাসও কম নয়। অভিষেকেই সেঞ্চুরি কিংবা দলের হয়ে সেরা ইনিংস খেলতে পারাটা যেন আরো বিশাল একটা ব্যাপার।

আর আলোচনা যখন টেস্টে, তখন সাদা পোশাকের মেজাজ বোঝাটা জরুরী। অভিষেকেই সেটা বুঝে লম্বা ইনিংস খেলা ভারতীয়দের সংখ্যা কম নয়। তাঁরা শুধু রানের চাকাই সচল রাখেননি, একটা প্রান্ত আগলেও রেখেছেন। ভারতের হয়ে অভিষেকেই সেঞ্চুরি সহ সবচেয়ে বেশি বল খেলার কীর্তি কারা গড়েছেন? – সেই প্রশ্নের সেরা পাঁচ জবাব নিয়েই এই আয়োজন।

  • শ্রেয়াস আইয়ার

ads

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে অভিষেকেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন শ্রেয়াস আইয়ার। দলের বিপর্যয়ে প্রথম ইনিংসে ১৭১ বলে ১০৫ রানের নজরকাঁড়া এক ইনিংস খেলেন আইয়ার। দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে এগিয়ে থেকেও ব্যাট করতে নেমে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

সেখানেও ঢাল হয়ে দাঁড়ায় আইয়ারের ব্যাট। খেলেন ১২৫ বলে ৬৫ রানের অসাধারণ এক ইনিংস। অভিষেক ম্যাচে ২৯৬ বল মোকাবিলা করে ভার‍তের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার তালিকায় পাঁচে অবস্থান করছেন আইয়ার।

  • প্রবীন আম্রে 

১৯৯২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক। আর অভিষেকেই সেঞ্চুরি করেন প্রবীন আম্রে। দলের বিপর্যয়ে প্রোটিয়াদের পেস দাপটের সামমে একাই লড়াই করেন আম্রে। ২৯৯ বলে ১০৩ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন আম্রে।

দলীয় রান ২৭৭ এর মধ্যে ১০৩ রানই করেন আমরে। অভিষেকেই নির্বাচিত হন ম্যাচ সেরা হিসেবে। অভিষেকে করা ওই সেঞ্চুরিটিই ছিলো ১১ টেস্ট খেলা আমরের ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি।

  • রোহিত শর্মা

রঙিন পোশাকে নিয়মিত মুখ হলেও টেস্টে অভিষেকটা খানিকটা দেরীতেই হয়েছিলো ভারতীয় ওপেনার রোহিত শর্মার। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ৩০১ বলে ১৭৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রোহিত।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানে ৬ উইকেট হারিয়ে তখন চরম বিপাকে ভার‍ত। সেখান থেকে রোহিত ও অশ্বিনের জোড়া সেঞ্চুরিতে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ভার‍ত। অভিষেকেই ম্যাচ সেরা হন রোহিত।

  • সৌরভ গাঙ্গুলি

সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিজের টেস্ট অভিষেকেই গড়েছিলেন সেঞ্চুরির কীর্তি।

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে অভিষেকে ৩০১ বলে ১৩১ রানের দারুন এক ইনিংস খেলেন সৌরভ। লর্ডসে অভিষেকের ভাগ্য সবার হয় না। আর সেখানেই কিনা অভিষেকে রেকর্ড গড়ে দিয়ে আসেন প্রিন্স অব কলকাতা।

  • মোহাম্মদ আজহারউদ্দিন

১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেন সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২২ বলে ১০ চারে ১১০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন আজহার। টেস্ট অভিষেকে ভারতের হয়ে সর্বোচ্চ বল খেলার রেকর্ডটি তাঁর দখলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link