More

Social Media

Light
Dark

উপভোগের মন্ত্রেই ঐতিহাসিক সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করে সিরিজের শেষ ম্যাচে ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হয়েছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রায় শেষ গগণে দাঁড়িয়ে থাকা সাকিবের তেজ কমেনি একটুও। নিজের এমন পারফরম্যান্সের রহস্য নিয়ে সাকিব জানিয়েছেন এখনো তিনি খেলাটা উপভোগ করছেন।

এই সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। সিরিজের পাঁচ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ১১৪ রান। আর বল হাতে এই পাঁচ ম্যাচে শিকার করেছেন সাত উইকেট। সিরিজের চতুর্থ ম্যাচ ব্যাতীত বাকি চার ম্যাচেই ব্যাটে বলে অনবদ্য ছিলেন এই অলরাউন্ডার। শেষ ম্যাচে তো সাকিবের বোলিং তান্ডবেই ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।

৩.৪ ওভার বল করে এক মেডেন সহ মাত্র নয় রান দিয়ে সাকিব শিকার করেছেন চার উইকেট। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। তিন নম্বরে ব্যাট করতে নেমে করেছিলেন ২০ বলে ১১ রান। সিরিজ শেষে এমন অর্জনের জন্য সাকিব ধন্যবাদ দিয়েছেন সতীর্থদেরও।

ads

সাকিব বলেন, ‘আমি এখনও আমার খেলা উপভোগ করছি। আমার সতীর্থদের ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া এই অর্জন সম্ভব হতো না। উইকেট কঠিন ছিল কিন্তু আমরা আমাদের স্নায়ু ধরে রেখেছিলাম। সব মিলিয়ে আমাদের জন্য খুবই ভালো একটি সিরিজ। আপনি যদি শেষ ম্যাচটি দেখেন আমরা ১০৪ রান নিয়েও লড়াই করেছি।

এই সিরিজে দুই দল মিলিয়ে দলীয় সর্বোচ্চ রান মাত্র ১৩১। প্রতিটা ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দুর্দান্ত বল করেছেন দুই দলের বোলাররাই। সাকিব জানিয়েছেন ব্যাটসম্যানদের জন্য সিরিজটা কঠিন ছিল। এই অলরাউন্ডার মনে করেন পেসাররা ও স্পিনাররা সম্বনয় করে বোলিং করেই সফল হয়েছেন তারা।

তিনি বলেন, ‘এই সিরিজ ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল, বোলাররা ভালো করেছে। আমরা আমাদের সব জায়গাতে উন্নতির চেষ্টা করেছি। আমাদের পেস বোলাররা সত্যিই অনেক উন্নতি করছে। তারা দুর্দান্ত বোলিং করেছে। এই সিরিজে স্পিন এবং পেস বোলারদের ভালো সমন্বয় হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জেতার পর দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অধিনায়ক মনে করেন পরিকল্পনা বাস্তবায়ন করেই সফল হয়েছেন তারা। সব সময় সাহায্য করার জন্য সিরিজ জেতার পর মাহমুদউল্লাহ ধন্যবাদ দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ছেলেদের নিয়ে খুব খুশি। টিম ম্যানেজমেন্ট আমাদের সাহায্য করেছে। আমরা আমাদের পরিকল্পনা খুব ভালো ভাবে বাস্তবায়ন করেছি। বোলাররা ভালো করেছে। আমি মনে করি উন্নতি অনেক ভালো ভাবে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে, আপনার শান্ত থাকা এবং আপনার দক্ষতা প্রয়োগ করা প্রয়োজন।’

সিরিজ জুড়েই দারুণ বল করেছেন বাংলাদেশের বোলাররা। মাহমুদউল্লাহ জানিয়েছেন সিরিজ শুরুর আগেই তাদের সক্রিয় হতে বলেছিলেন তিনি, ‘আমি সিরিজ শুরুর আগে বোলারদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের আরও সক্রিয় হতে ও দায়িত্ব নিতে বলেছিলাম। সবাই প্রতিটা ম্যাচে যে ভাবে চিন্তা করেছে এটা আনন্দদায়ক ছিল।আমরা এই সিরিজ জয় আমাদের জাতির পিতা এবং তার পরিবারকে উৎসর্গ করতে চাই।’

বাংলাদেশের সাথে সিরিজ হেরে কোন অযুহাত দাঁড় করাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড, ‘বলা কঠিন যে ইতিবাচক দিক আছে। অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু এটা আমাদের সিরিজ ছিল না। কোন অযুহাত নেই, বলতে দ্বিধা নেই যে আমরা ভালো ক্রিকেট খেলিনি। বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের কন্ডিশনে দারুণ করেছে। বাংলাদেশের জন্য শুভ কামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link