More

Social Media

Light
Dark

চট্টগ্রামকে নিজের ঘর-বাড়ি বানিয়ে ফেলছেন মায়ার্স

কাইল মায়ার্স শেষ দুই মাসে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০ টা। তবে এই দশ ম্যাচে ক্যারিবিয়ান এ অলরাউন্ডার বল করেছিলেন একটি মাত্রই ওভার। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ খেলেছেন। কিন্তু বোলার হিসেবে কখনোই দেখা মেলেনি মায়ার্সের। অবশেষে বিপিএলের মঞ্চে এসে তাঁর আগমন ঘটলো পুরোদস্তুর এক অলরাউন্ডার হিসেবে।

আগেই জানা গিয়েছিল, ফরচুন বরিশালের হয়ে শনিবারের ম্যাচ দিয়েই এবারের বিপিএল যাত্রা শুরু হবে মায়ার্সের। হলোও তাই। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ চার ও ৩ ছক্কায় ৩১ বলে খেললেন ৪৮ রানের সহজাত ইনিংস। মায়ার্সের দায়িত্ব শেষ হতে পারতো সেখানেই।

কিন্তু এরপর বল হাতে যে চমক দেখালেন, তা ছাপিয়ে গেল ব্যাটিং তাণ্ডবকেই। সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডার বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার। ৪ ওভারে ১২ রান খরচায় একাই নিয়েছেন তিনটি উইকেট।

ads

মায়ার্স বোলিংয়ে নিয়মিত নন। এটা অজানা থাকার কথা নয় তামিম ইকবালের। তবে কী মনে করে তাঁকেই বোলিং প্রান্তে নিয়ে আসলেন ইনিংসের প্রথম ওভারে। যে ভাবনায় অধিনায়ক তাঁকে এনেছিলেন, তার সবকিছুই ছাপিয়ে যান ওই এক ওভারেই। হ্যারি টেক্টরকে বোল্ড করে শুরু। এরপর ওই ওভারেই নাজমুল হোসেন শান্তকে শূন্যরানে ফেরান মায়ার্স। ব্যাস! ১৮৪ রানের লক্ষ্যে সিলেটের ইনিংসের ভাঙনের শুরু সেখান থেকেই।

মায়ার্স এরপরেও আরো একটি উইকেট নিয়েছিলেন। নিজের তৃতীয় ওভারে এসে মোহাম্মদ মিথুনকে ফেরান তিনি। তবে মায়ার্স শুধু যে এদিন উইকেট নিয়েছেন, তা নয়। ইকোনমিক্যাল বোলিং করে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন গোটা স্পেল জুড়েই।

নিজের করা ২৪ ডেলিভারির মধ্যে ১৬ টিই তিনি ডট বল করতে সক্ষম হন। তাছাড়া, তাঁর বলে একটিও বাউন্ডারি বের করতে পারেনি সিলেটের ব্যাটাররা। কে বলবে, চলতি বছরে বল হাতে এর আগে একটি মাত্র ওভারেই দেখা গেছে মায়ার্সকে!

এর আগে ব্যাটিং ইনিংসেও বরিশালকে শুরুর নেতৃত্ব তিনিই দিয়েছিলেন। শুরুতে ব্যাটিংয়ে নেমে বরিশালের দুই ওপেনারই থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে তিনে নেমে দলকে দারুণ সংগ্রহের পথ দেখান মায়ার্স । নিজের প্রথম ফিফটির দেখাটাও পেতে পারতেন এ দিনই। তবে কাটা পড়েছেন ৪৮ রানে। অবশেষে ততক্ষণে বড় রানের সংগ্রহের পথে এগিয়ে গেছে বরিশাল।

এর আগে এই চট্টগ্রামের মাটিতেই হয়েছিল কাইল মায়ার্সের টেস্ট অভিষেক। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দ্বিশতক করেছিলেন তিনি। ক্যারিবিয়ান এই ক্রিকেটার বিপিএলে মঞ্চেও দেখালেন নিজের সক্ষমতা। চট্টগ্রামকে যেন রীতিমত নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলছেন ক্যারিবিয়ান এই তারকা।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link