More

Social Media

Light
Dark

সেঞ্চুরির পর নির্বাচকদের মন জয় করতে পারলেন সাঞ্জু?

সাঞ্জু স্যামসনের দাপুটে সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজটি নিজেদের করে নিয়েছে ভারত। ওয়ানডে ক্যারিয়ারে এর আগে ৩ টি হাফসেঞ্চুরি পেলেও এবারই প্রথম শতকের দেখা পেলেন এ উইকেটরক্ষক ব্যাটার। আর তাতেই সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, নতুন করে ক্যারিয়ার শুরু হয়েছে সঞ্জু স্যামসনের।

তবে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর আবার সাঞ্জুকে নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন। সেটি অবশ্য সাঞ্জুকে নিয়ে নয়। তাঁর মতে, সাঞ্জু ভালো পারফর্ম করলেও টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে এগিয়ে নাও যেতে পারে। এ নিয়ে তিনি বলেন, ‘সাঞ্জু অত্যন্ত ভালো ক্রিকেটার। কিন্তু দেখার বিষয় আগামী দিনে টিম ম্যানেজমেন্ট ওকে আরও সুযোগ দেয় কিনা।’

ads

সাঞ্জুর প্রশংসা করে গৌতম গম্ভীর আরো বলেন, ‘আমরা সকলেই জানি কতটা প্রতিভাবান ক্রিকেটার সাঞ্জু। আইপিএলেও একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছে সে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেই খেলাটা ওর ব্যাট থেকে এসেছে, তাতে আমি মনে করি ওর ক্যারিয়ারের নতুন শুরু হয়েছে। তবে শতরান করলে নির্বাচকদের মুগ্ধ করাই নয়, তাদের উপর আলাদা একটা চাপও পড়ে দল নির্বাচন নিয়ে। তবে এবার দেখার বিষয় আগামী দিনে দল ওকে আরও খেলায় কিনা।’

গম্ভীর অবশ্য ভারতের জার্সি গায়ে নিয়মিতই দেখতে চান। আর সেই চাওয়াটাই তিনি জানিয়ে বলেন,  ‘আমি মনে করি সাঞ্জু যেমন ক্রিকেটার। ওকে আগামী দিনে আরও সুযোগ দেওয়া যেতেই পারে। ওকে দলে রাখলে মিডিল অর্ডার আমাদের আরও বেশি শক্ত হবে। সবচেয়ে বড় ব্যাপার ও দলে থাকলে আমাদের কাছে অতিরিক্ত ক্রিকেটার থাকার একটি বড় সুযোগ থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেই খেলাটা ও দেখিয়ে দিয়েছে, সেটা নিয়ে তো কোনও কথাই হবে না।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link