More

Social Media

Light
Dark

শেষ ওভারের ত্রাস – নাসিম নাকি বুমরাহ?

জাসপ্রিত বুমরাহ নাকি নাসিম শাহ ? শেষ ওভারের ত্রাস কে? কোনো রকম দ্বিধা ছাড়াই বাবর আজম দিলেন সেই প্রশ্নের উত্তর।

ব্যাটারের পায়ের গোড়ালিতে আঘাত হানা ইয়র্কার আর ব্যতিক্রমী বোলিংয়ের জন্য ভারতীয় বোলার বুমরাহ’র রয়েছে বেশ সুখ্যাতি। সেই সাথে সীমিত ওভারের খেলায় শেষ ওভারের জন্য অধিনায়কের পছন্দের তালিকার শীর্ষেও থাকেন ভারতীয় এই বোলার। তবে বাবর আজম জানালেন ভিন্ন কথা। শেষ ওভারের জন্য বুমরাহ’র বদলে নাসিম শাহকেই এগিয়ে রাখবেন বাবর।

শাহীন আফ্রিদির পরিবর্তে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের দায়িত্ব আবারও দেয়া হয় বাবর আজমকে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে পাকিস্তানের এই অধিনায়ককে টি-টোয়েটি ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ ওভারে বল করার জন্য দুটি নাম দেয়া হয়। প্রশ্নটি হল, ‘একটি টি-টোয়েন্টি ম্যাচে প্রয়োজন ১০ রান, হাতে এক ওভার আছে। আপনাকে ম্যাচটি জিততেই হবে। আপনি কাকে বল করতে পাঠাবেন, নাসিম শাহ নাকি জাসপ্রিত বুমরাহ?’

ads

২৯ বছর বয়সী পাকিস্তানি এই অধিনায়ক নির্দ্বিধায় বলে দেন, ‘নাসিম শাহ।’ তারপর যোগ করেন, ‘প্রথমত নাসিমের জন্য আমি খুবই খুশি। যেভাবে সে ইনজুরি থেকে ক্রিকেটে ফিরে এসেছে তা সত্যিই প্রশংসনীয়। নাসিমের মত প্রতিভাবান পাকিস্তান ক্রিকেটে খুব কমই দেখা যায়। তাছাড়া শাহীন আফ্রিদির মত খেলোয়াড়ও রয়েছে পাকিস্তান দলে। তাঁর একটি নিজস্ব বোলিং ধারা রয়েছে। আর নাসিম মূলত শাহীনের পথেই হাঁটছেন।’

বিশ বছর বয়সী নাসিম ছয় মাসেরও বেশি সময় ধরে কাঁধের ইনজুরিতে ভুগেছেন। গত বছরের এশিয়া কাপ আর ওয়ানডে বিশ্বকাপ – দুই আসর থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম।

২ থেকে ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে টি- টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। জানিয়ে রাখা ভাল, আগামী ৯ জুন নিউইয়র্কে বহুল প্রত্যাশিত ম্যাচে  ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর সেখানেই জানা যাতে পারে, শেষ ওভারের ত্রাস কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link