More

Social Media

Light
Dark

একে অপরকে কি বলছিলেন বিরাট আর গম্ভীর?

১০ বছরের পুরনো দ্বৈরথ। কিন্তু সময়ে সময়ে বারুদ জ্বলে ওঠে এক সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের জন্য মাঠে লড়াই করা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্কে। এই যেমন সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে নিজেদের সেই পুরোনো বিবাদ নতুন করে সামনে আনলেন এই দুই তারকা। আচরণবিধি লঙ্ঘন করে দুজনেই খুইয়েছেন ম্যাচ ফির পুরো অংশটা।

লখনৌর ব্যাটিং ইনিংসের পুরোটা জুড়েই বেশ তেতে ছিলেন বিরাট কোহলি। লখনৌ ডাগআউটে বসে থাকা গম্ভীরের দিকেই যেন উদ্দেশ্য করে করছিলেন প্রতিটি উদযাপন। ১৭ তম ওভারে এই উদযাপনের কারণে লখনৌ পেসার বাদানুবাদে জড়িয়ে পড়েন কোহলির সাথে। এমনকি ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়ও চলে নাভিন ও বিরাটের বাদানুবাদ।

এরপর লখনৌ ব্যাটার কাইল মায়ার্সের সাথেও দ্বন্দ্বে জড়ান বিরাট। তখনই সেখানে হাজির হন লখনৌর মেন্টর গম্ভীর। বেশ আগ্রাসী ভঙ্গিমায় কোহলির দিকে তেড়ে যান গম্ভীর। তখন লখনৌ ক্রিকেটাররা গম্ভীরকে থামানোর চেষ্টা করলেও সবাইকে পাশ কাটিয়ে তেড়ে যাচ্ছিলেন গম্ভীর। তখন বিরাটও এগিয়ে যান গম্ভীরের দিকে।

ads

তখন বেশ কিছু বাক্য বিনিময় হয় বিরাট ও গম্ভীরের মধ্যে। টেলিভিশনের ক্যামেরায় সেই দৃশ্য দেখা গেলেও কি কথা হয়েছে তা শোনা যায়নি। তবে সেই ঘটনার এক প্রত্যক্ষদর্শী খেলোয়াড় ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে জানিয়েছেন বিরাট ও গম্ভীরের মধ্যকার কথোপকথনটি।

পিটিআইকে ওই খেলোয়াড় বলেন, ‘মেয়ার্স বিরাটকে জিজ্ঞেস করছিল যে কেন সে তাদের সাথে এমন ব্যবহার করছে ম্যাচ জুড়ে। এর জবাবে বিরাট মেয়ার্সকে পাল্টা প্রশ্ন করেন যে কেন মেয়ার্স তাঁর দিকে তাকিয়ে ছিল? এর আগে লখনৌ স্পিনার অমিত মিস্ত্র আম্পায়ারদের কাছে অভিযোগ জানান যে বিরাট তাঁর দলের নাভিন উল হকের সাথেও খারাপ ব্যবহার করছিল।’

প্রত্যক্ষদর্শী ওই খেলোয়াড়ের ভাষ্যমতে, তখন গৌতম বিরাটের দিকে এগিয়ে এসে তাকে বলেন, ‘কি বলতে চাচ্ছো তুমি?’ বিরাট তখন উত্তর দেন, ‘আমি তো তোমাকে কিছু বলিনি তবুও তুমি এর মাঝে আসছো কেন?’

গৌতমের পাল্টা জবাব, ‘তুমি আমার খেলোয়াদের সাথে বাজে ব্যবহার করছ এবং এর মানে হলো তুমি আমার পরিবারের সাথে বাজে ব্যবহার করছ।’ তখন বিরাট বলেন, ‘তাহলে তুমি তোমার পরিবারের দেখাশোনা কর।’

তখন দুই দলের খেলোয়াড়রা দুইজনকে আলাদা করার চেষ্টা করতে থাকেন। তখন গম্ভীর বিরাটকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে?’ এরপরই তাদের দুইজনকে আলাদা করে নেন সেখানে উপস্থিত থাকা বাকিরা। পরিস্থিতি এমন ছিল যে বাকিরা আলাদা করে না নিলে হয়তো হাতাহাতিতেও জড়াতে পারতেন বিরাট ও গম্ভীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link