More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই, তবে হাইব্রিড মডেলে!

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে কি না সেটি নিয়ে সংশয় জেগেছে। ভারত সেখানে ভ্রমণ করতে আপত্তি করায় চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য এখন সুতোয় ঝুলছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

সম্প্রতি দুবাইতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যরা আলোচনায় বসেছিলেন। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে কথা হয়েছে, যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনি কোন সিদ্ধান্ত দেয়নি। তাঁরা জানিয়েছে ভারত সরকারের উপর নির্ভর করছে সবকিছু; সরকার চাইলে ক্রিকেটারদের পাঠানো হবে, না চাইলে কোনভাবেই পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া।

কিন্তু পিসিবি বস মনে করেন এককভাবেই টুর্নামেন্ট আয়োজন করবে তাঁর দেশ। এক্স (টুইটার) একাউন্টে তিনি লিখেন, ‘আমি দুবাইতে আইসিসির সভায় অংশ নিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানেই হবে।’

ads

অর্থাৎ পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নিজেদের অবস্থানের ব্যাপারে অনড়। অবশ্য ভারত ছাড়া আলোচিত এই টুর্নামেন্টে অংশ নেয়া বাকি দলগুলো ইতোমধ্যে পাকিস্তানে খেলে গিয়েছে। ২০০৮ সালের পর থেকে লম্বা একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট হয়নি দেশটিতে, তবে গত কয়েক বছরে অচল অবস্থা কাটিয়ে উঠেছে তাঁরা। এখন তাঁদের লক্ষ্য, যেভাবেই হোক বড় টু্র্নামেন্ট আয়োজন করা।

এর আগে অবশ্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেয়েছিল পিসিবি। কিন্তু ভারত সেখানে না যাওয়ায় বাধ্য হয়ে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছিল। ভারত তাঁদের সবগুলো ম্যাচ খেলেছিল লঙ্কানদের মাটিতে, এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও এখানে হয়েছিল। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে পিসিবি।

তাই তো হাইব্রিড মডেলে আরেকবার ফিরে যেতে চায় না তাঁরা। যদিও আপাতত অপেক্ষা করা ছাড়া কোন পথ খোলা নেই। টুর্নামেন্টের আগে ভারতীয় সরকার অনুমতি দেয় কি না সেটিই এখন দেখার বিষয়। কেননা অনুমতি না দিলে আইসিসিও বল প্রয়োগ করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link