More

Social Media

Light
Dark

‘মুস্তাফিজ-মুস্তাফিজ’ থেকে ‘ভুয়া-ভুয়া’

চতুর্থ উইকেটটা নিলেন মুস্তাফিজুর রহমান। গ্যালারিতে তখন ‘মুস্তাফিজ-মুস্তাফিজ’ রব। তবে, এক বল পরই বদলে গেল সুর। দর্শকরা তখন ডাকছে ‘ভুয়া-ভুয়া’  রবে। কারণ, ব্যাটিং করছেন তখন  স্বয়ং অ্যাঞ্জেলো ম্যাথুস।

কারণটা স্পষ্ট, এই ম্যাথুসের সাথে বিশ্বকাপে হয়ে যাওয়া ‘ঐতিহাসিক’ ঘটনা কারোই অজানা নয়। আবার সেই ঘটনার সাথে জড়িয়ে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে  ‘টাইমড আউট’-এর শিকার হন ম্যাথুস। সেদিন ম্যাচে বাংলাদেশ জেতে, যদিও জয়-পরাজয় ছাপিয়ে মূখ্য ছিল টাইমড আউটের ঘটনা।

ads

সেদিন সাকিব পরে আউট হন ম্যাথুসেরই  বলে। তিনি ঘড়ি দেখিয়ে উদযাপন করেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব ও বাংলাদেশের ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্নও তোলেন।

সেজন্যই তো ম্যাথুসকে ব্যাটিং করতে দেখে এবার তেঁতে ওঠে বাংলাদেশের দর্শক মহল। সিলেটে তাঁঁকে সইতে হয় একই গঞ্জনা। যদিও, ম্যাথুস খুব সম্ভবত বাংলা বোঝেন না। আর বাংলাদেশি দর্শকরাও সিংহলিজ ভাষায় ‘ভুয়া-ভুয়া’ বলতে জানেন না। তাই, যোগাযোগটা ঠিক গড়ে ওঠেনি।

যোগাযোগটা ঠিক মত না হলেও ম্যাথুস জবাবটা ঠিকই দিয়েছেন। ২১ বলে চারটি চারের সৌজন্যে তিনি করেন ৩২ রান। ১৫২-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেন। ষষ্ঠ উইকেট জুটিতে দাসুন শানাকাকে সাথে নিয়ে যোগ করেন ৫৩ রান। আর এর সুবাদেই পাঁচ উইকেটে বোর্ডে ১৬৫ রান জমা করে সফরকারী লঙ্কান দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link