More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

তবে কি ফিরছেন বুমরাহ?

আর্চার-বুমরাহ যুগলবন্দীতে পেস আক্রমণ সাজানোর পরিকল্পনায় জোফরা আর্চারকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে ভাগ্যের কী নির্মম পরিহাস! ইনজুরির কারণে এবারের গোটা আইপিএলটাই মিস করেছেন জাসপ্রতি বুমরাহ।

আর জোফরা আর্চারও প্রথম ৬ ম্যাচে খেলার পর ইনজুরির কারণে ছিটকে যান আইপিএলের বাকি অংশের জন্য। ফলত, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এই দুই পেসারের যুগলবন্দী তো দূরে থাক, সিংহভাগ ম্যাচই মুম্বাইকে এ দুই পেসার বাদে খেলতে হয়েছে।

শেষ রাতেই ফাইনালে ওঠার ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরে এবারের আসরে বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। আর এর পরেই গত ৮ মাস ধরে ইনজুরির সাথে লড়াই করা বুমরাহ নিজের বর্তমান অবস্থা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন।

ads

সেই পোস্টের আকার ইঙ্গিতে ভারতীয় এ পেসার আবারো মাঠের ফেরার একটি ইঙ্গিত দেন। এক জোড়া জুতোর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘বন্ধুরা, আবার দেখা হচ্ছে।’

জাসপ্রিত বুমরাহ এমন পোস্টের পরই মূলত তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয় নতুন গুঞ্জন। অবশ্য বুমরাহর এমন মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে এর আগেও অনেক গুঞ্জনের সঙ্গী হয়েছে ক্রিকেটমোদীরা। কিন্তু শেষ পর্যন্ত সেটা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

তবে এবার আর এটি গুঞ্জন নয় বলেই মনে করছেন অনেকে। কারণ পোস্টটা যে এসেছে স্বয়ং বুমরাহর কাছ থেকে।

যদিও তিনি তাতে স্পষ্ট করে মাঠের ফেরার কথা বলেননি। শুধু কিছুটা ইঙ্গিতই মিলেছে। তবে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ দিয়ে না হলেও বিশ্বকাপের স্কোয়াডে ঠিকই দেখা যাবে বুমরাহকে।

ভারতের হয়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বুমরাহ। তার আগে ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করেছিলেন। তবে ঐ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরলেও আবারো ইনজুরিতে পড়েন এ পেসার। আর এর পর থেকেই দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে চলে যান তিনি।

দীর্ঘ এ সময়ের মধ্যে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন বুমরাহ। এ ছাড়া এরপর আর কোনো সিরিজেই খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যালান বোর্ডার ট্রফি দিয়ে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠের বাইরেই কাঁটাতে হয় বুমরাহকে।

মূলত, বুমরাহ সেরে উঠলেও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া এবং নতুন করে ইনজুরি প্রবণতা কাটানোর জন্যই মাঠে নামানো হয়নি তাঁকে।

তবে বুমরাহর এমন পোস্ট নতুন করে আশা জাগাচ্ছে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের আগে তাদের যে ফুল ফিট বুমরাহকে চাই-ই চায়। বুমরাহও সেটা জানেন এবং বোঝেনও।

ঘরের মাটিতে বিশ্বকাপ জেতার লক্ষ্যেই খেলবে ভারত। আর সেই লক্ষ্যের পথে বোলিংয়ে তুরুপের তাস হয়ে উঠতে হবে বুমরাহকে। তবে প্রশ্ন এসেই যায়, প্রায় এক বছর বাদে, বাইশ গজের প্রত্যাবর্তন রাঙাতে পারবেন তো বুমরাহ?

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link