More

Social Media

Light
Dark

চেন্নাই থেকে টেক্সাস সুপার কিংস

গতমাসেই শিরোপা জিতে শেষ করেছেন বর্নাঢ্য এক আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন আম্বাতি রাইডু। চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেই আইপিএলকে বিদায় বলেছেন। চারবছর আগেই ভারতের জার্সিটাও তুলে রেখেছেন। তবে আইপিএল শেষ হবার মাস দুয়েকের মধ্যেই আবারও মাঠে নামতে যাচ্ছেন রাইডু। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটে সুপার কিংসেরই ফ্রাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন তিনি।

আগামী ১৩ জুলাই প্রথমবারের মত শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। সেখানে আইপিএলের চেন্নাই সুপার কিংসের ফ্রাঞ্চাইজিটিই কিনেছে মেজর লিগে ক্রিকেটের দল টেক্সাসের মালিকানা। ৩৭ বছর বয়সী রাইডু প্রতিনিধিত্ব করবেন টেক্সাস সুপার কিংসের। এই দলে রাইডু পাচ্ছেন চেন্নাইয়ের সতীর্দেরও।

ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও মাঠে নামবেন টেক্সাসের হয়ে। এছাড়া সদ্যই আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই দলের দুই কিউই তারকা ডেভন কনওয়ে ও মিচেল স্যান্টনারও মাঠ মাতাবেন টেক্সাসের জার্সিতে।

ads

টেক্সাসকে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের সাবেক তারকা ফাফ ডু প্লেসিস। চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিংই থাকছেন টেক্সাসের কোচ হিসেবে। কোচিং প্যানেলে ফ্লেমিং পাচ্ছেন চেন্নাইয়ের আরেক সাবেক প্রোটিয়া অলরাউন্ডার এলবি মরকেলকে।

এছাড়াও টেক্সাস দলে ভিরিয়েছে দক্ষিন আফ্রিকান তারকা ডেভিড মিলার ও ড্যানিয়েল শামসকে। আগামী ১৪ই জুলাই লস এঞ্জেলস নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে টেক্সাস।

টেক্সাস ও লস এঞ্জেলস ছাড়াও মেজর ক্রিকেট লিগের প্রথম আসরে অংশ নিচ্ছে আরো চার দল-এমআই নিউইয়র্ক, স্যান ফ্রাঞ্চিসকো ইউনিকর্ন্স,ওয়াশিংটন ফ্রিডম ও স্যাটেল ওরকাস।

ছয় দলের এই টুর্নামেন্টে হবে মোট ১৯ টি ম্যাচ। যার মধ্যে প্রথম পর্বে ১৫ টি ও প্লে অফ রাউন্ডে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দুইটি ভেনুতে। দ্যা গ্র্যান্ড প্রেইরে স্টেডিয়াম ও চার্চ স্ট্রিট পার্কে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রথম এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link