More

Social Media

Light
Dark

টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল

শেষ হয়ে গেলেও রেশ রয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের।

এখনও চলছে সদ্য শেষ হওয়া দুনিয়ার এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা। কে কেমন করলো, কে কী করলো, কী করলে ভালো হতো; এসব। অনেকে আবার ফিরে দেখছেন আসরটা। এই সময়ে আমরা দেখে নেই এই আসরের সেরা দলটা।

  • রোহিত শর্মা (ভারত)

ads

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্যাচে ১০৯৪ রান করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানের তালিকায় তিনি আছেন ষষ্ঠ নাম্বারে। ৬০.৭৭ গড়ে রান করেন রোহিত! আছে চার সেঞ্চুরি ও দুই ফিফটি। ওপেনিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই।

  • দ্বিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)

রোহিত শর্মার পরেই ওপেনিংয়ে সর্বোচ্চ রান করেন লংকান ওপেনার দিমুথ করুনারত্নে। ১০ ম্যাচে ৫৩.৩৩ গড়ে ৯৯৯ রান করেন তিনি। চার সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি করেন এই ওপেনার। দল সেরা অবস্থানে না গেলেও এই লঙ্কান ওপেনার নিজেকে ঠিকই রেখেছেন সেরা রান সংগ্রাহকদের তালিকায়।

  • মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অজি ব্যাটসম্যান মার্নাশ লাবুশানে। অজিরা ফাইনালে না পৌঁছাতে পারলেও নব্য এই অজি তারকা ছিলেন সেরাদের তালিকায় সবার উপরে। ১৩ ম্যাচে ৭২.৮২ গড়ে ১৬৭৫ রান করেন তিনি। পাঁচ সেঞ্চুরির সাথে করেছেন নয়টি ফিফটি।

  • কেন উইলিয়ামসন (অধিনায়ক)

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্ভোধনী আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন এই পজিশনে। নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা তার অধিনায়কত্বের। চ্যাম্পিয়ন হওয়ায় অধিনায়কের দায়িত্বটাও থাকছেন তার কাঁধেই। ১০ ম্যাচে ৬১.২০ গড়ে ৯১৮ রান করেন কেন উইলিয়ামসন। তিন সেঞ্চুরির সাথে করেছেন দু’টি ফিফটিও।

  • স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না পৌঁছাতে পারলেও রান সংগ্রাহকের তালিকায় তিনে অবস্থান ছিলো অজি তারকা স্টিভেন স্মিথের। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। ১৩ ম্যাচে ৬৩.৮৫ গড়ে ১৩৪১ রান করেন এই অজি তারকা। চার সেঞ্চুরির সাথে তার নামের পাশে যোগ করেছেন সাতটি ফিফটিও।

  • বেন স্টোকস (ইংল্যান্ড)

অলরাউন্ডারদের মধ্যে সেরা পারফর্মার ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সেই সাথে একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ১৭ ম্যাচে ৫৭.৭৯ গড়ে ১৩৩৪ রান করেন স্টোকস। আছে চার সেঞ্চুরি ও ছয় ফিফটি। এছাড়া বল হাতে নিয়েছেন ৩৪টি উইকেট! যার মধ্যে দুইবার শিকার করেছেন পাঁচ উইকেট।

  • ঋষাভ পান্ত (ভারত)

উইকেটকিপার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে রানের দিক দিয়ে জস বাটলার, কুইন্টন ডি কক, নিরোশান ডিকভেলা, টম ল্যাথামদের থেকে বেশ পিছিয়ে থেকেও এই তালিকায় জায়গা পেয়েছেন রিশভ পান্ত। অজিদের মাটিতে অজি বধের কাব্য রচনার অন্যতম নায়ক ছিলেন তিনি। মূলত ম্যাচ ইমপ্যাক্টের জন্য এই তালিকায় আছেন পান্ত। ১২ ম্যাচে ৩৯ গড়ে ৭০৭ রান করেছেন পান্ত। আছে এক সেঞ্চুরি ও চার ফিফটি।

  • কাইল জেমিসন (নিউজিল্যান্ড)

একজন ফাস্ট বোলার হিসেবে এই পজিশনে তার চেয়ে সেরা বর্তমানে কেউই নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেছেন জেমিসন। পাঁচবার শিকার করেছেন পাঁচ উইকেট! যা কিনা যেকোনো বোলারের তুলনায় সর্বোচ্চ। দশ উইকেট নিয়েছেন একবার। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচ সেরাও নির্বাচিতও হন তিনি।

  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৪ ম্যাচে ৭১ উইকেট শিকার করেছেন তিনি। চার বার পাঁচ উইকেট নিয়েছেন এই স্পিনার। ১৪৫ রানে ৭ উইকেট ছিলো তার ইনিংস সেরা বোলিং। তাই একমাত্র স্পিনার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

  • প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন অজি পেসার প্যাট কামিন্স। ১৪ ম্যাচে ৭০ উইকেট নিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র একবার শিকার করেছেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়ার একমাত্র বোলার হিসেবে সেরা একাদশের দলে আছেন কামিন্স।

  • টিম সাউদি (নিউজিল্যান্ড)

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৫৬ উইকেট শিকার করা কিউই পেসার টিম সাউদি আছেন এই তালিকায়। পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সেরা অস্ত্র ছিলেন তিনি। ফাইনালেও দুর্দান্ত বোলিং করেন সাউদি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাউদি জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link