More

Social Media

Light
Dark

তানভীরের তান্ডবে নিশ্চুপ চট্টগ্রাম

উড়তে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এটিই সর্বনিন্ম দলীয় সংগ্রহের রেকর্ড। পুরো ইনিংসে মাত্র দুইজন ব্যাটারের রান দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পেরেছে – চট্টগ্রামের উপর কি তান্ডব বয়ে গিয়েছে সেটা তাই স্পষ্ট।

আর এই তান্ডবের কান্ডারি তানভীর ইসলাম। চার ওভার হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি, বিনিময়ে স্রেফ ১৩ খরচ করেছেন। তাঁকে খেলতে শুধু অসুবিধায় পড়তে হয়নি ব্যাটারদের, তাঁর বল বুঝতেও সমস্যায় পড়েছেন তাঁরা। এক কথায়, বলের ঘূর্ণিতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছেন এই বাঁ-হাতি।

দ্বিতীয় ওভারেই তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারে এক চার হজম করার পাশাপাশি দিয়েছিলেন ছয় রান। সেসময় বোঝা যায়নি কি ঘটতে যাচ্ছে একটু পর, কিন্তু চতুর্থ ওভারে আবার আক্রমণে আসতেই ঝড়ের ইঙ্গিত পাওয়া যায়। সেই ওভারে চারটি ডট দেয়ার পর একটা উইকেট তুলে নেন এই স্পিনার।

ads

তবে পাওয়ার প্লের শেষ ওভারে রূদ্রমূর্তি ধারণ করেন তিনি। কোন রান না দিয়েই শাহাদাত হোসেন এবং সৈকত আলীকে প্যাভিলিয়নের পথ দেখান। আর ব্যক্তিগত চতুর্থ ওভারে ইনিংসের সেরা ব্যাটার টম ব্রুসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই তারকা। সবমিলিয়ে শেষ তিন ওভারে সাত রান দিয়ে চার উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।

আগের মৌসুমে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার ছিলেন তানভীর ইসলাম। তাঁর বোলিং উত্তাপে পুড়ে গিয়েছিল দুর্দান্ত সব ব্যাটিং লাইনআপ; চলতি মৌসুমে সেই উত্তাপ টের পেলো চট্টগ্রাম, তাঁদের আসলে কোন উত্তর জানা ছিল না জবাব দেয়ার।

 

তাই তো তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দলটির ব্যাটিং লাইনআপ। এমন চিত্র টুর্নামেন্টের বাকি অংশেও নিশ্চয় দেখতে চাইবেন তিনি, চাইবেন গত আসরের পুনরাবৃত্তি ঘটাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link