More

Social Media

Light
Dark

২০২৫ সালে জাতীয় দলে ফিরবেন তামিম!

নতুন মোড় নিল তামিম ইকবাল ইস্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, চলতি বছর আর জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা নেই তামিম ইকবালের। তিনি ফিরবেন আগামী সপ্তাহে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’

ads

গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই তামিমের সিদ্ধান্ত জানানোর কথা ছিল। তবে, সেটা আদৌ হয়নি। এরপর কোচ চান্দিকা হাতুরুসিংহের দিকে আঙুল উঠেছে। বলা হয়েছে, এই লঙ্কান কোচ দায়িত্বে থাকলে তামিম আর ফিরবেন না। এরপর বলা হয়েছে জুনিয়র ক্রিকেটারদের কথা। তাঁরা নাকি তামিমকে যথেষ্ট শ্রদ্ধা করেন না।

তামিম এই সময় ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। সেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তিনি যথেষ্ট রানও করছেন। এর মধ্যে তিনি বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে বসেছিলেন। কথা হয়েছে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথেও।

সব পক্ষই ইতিবাচক। তবে, তামিম নিজেই নিজের চূড়ান্ত সিদ্ধান্তটা আটকে রেখেছেন। এবার বোর্ড সভাপতির বক্তব্যতে বোঝা যাচ্ছে ঘটনা আরও অনেক দূর যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link