More

Social Media

Light
Dark

সেরা ঘাতক যারা

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ উইকেট পাওয়া বোলারদের তালিকাটা খুব একটা লম্বা নয়। সেই তালিকায় আছেন মাত্র দুজন কিংবদন্তি বোলার। তাঁরা দুইজনই ছিলেন স্পিনার।

তবে ৯০০ উইকেট পেয়েছেন এমন বোলার আছেন মোট জন। তাঁদের মধ্যে তিন জন পেসারও আছেন। সবমিলিয়ে এই উইকেট নেয়ার শীর্ষস্থানটা কার দখলে সেটা সবারই জানা। টেস্ট বা ওয়ানডে দুই ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকার সেই স্পিনার। তবে এই ছয় জনের তালিকায় এমন একজনও আছেন যিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিনি কী ছাড়িয়ে যেতে পারবেন বাকি পাঁচ জনকে?

সবমিলিয়ে ক্রিকেটের সর্বকালের সেরা উইকেট শিকারিদের নিয়ে খেলা৭১ এর আজকের আয়োজন।

ads
  • মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)

এই তালিকার শীর্ষে যে শ্রীলঙ্কার এই স্পিনারই থাকবেন তা বোধহয় সবারই জানা। টেস্ট ওয়ানডে দুই ফরম্যাটেই আলাদা ভাবে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর সময়ে টিটোয়েন্টি ক্রিকেটটা থাকলে সেটাতেও হয়তো তাঁরই রাজত্ব থাকতো। তবুও যেই কয়েকটা খেলেছেন তাতে ছিলে আভিজাত্যের ছাপ। টেস্টে একমাত্র বোলার হিসেবে নিয়েছেন ৮০০ উইকেট। ওয়ানডে ক্রিকেটেও আছে ৫৩৪ টিটোয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যা ১৩ টি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। যার ঝুলিতে আছে মোট ১৩৪৭ টি উইকেট।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)

তালিকার দ্বিতীয় স্থানে আছেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান এই বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে মোট উইকেট সংখ্যা ১০০১ টি। মুরালিধরনের পর তিনিই একমাত্র বোলার যার ঝুলিতে আছে হাজারের বেশি আন্তর্জাতিক উইকেট। টেস্ট ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৭০৮ টি এবং ওয়ানডে ক্রিকেটে ২৯৩ টি।

  • অনিল কুম্বলে (ভারত)

ভারতের ইতিহাসের সেরা স্পিনার অনিল কুম্বলে। সব মিলিয়ে যার ঝুলিতে আছে ৯৫৬ আন্তর্জাতিক উইকেট। টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৬১৯ উইকেট ওয়ানডে ক্রিকেটে তাঁর আছে ৩৩৭ উইকেট। আজকাল কোচ বনে যাওয়া এই কিংবদন্তি ভারতের অনেক স্মরণীয় জয়ের স্বাক্ষী।

  • গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

অবশেষে আমাদের তালিকায় একজন পেসার পাওয়া গেলো। অজি এই পেসার তাঁর স্যুইং দিয়ে হয়ে উঠেছিলেন ব্যাটসম্যানদের আতঙ্কের নাম। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে আছে ৯৪৯ উইকেট। আলাদা আলাদা করে বললে টেস্ট ক্রিকেটে সেই সংখ্যাটা ৫৬৩, ওয়ানডে ক্রিকেটে ৩৮১ এবং টিটোয়েন্টি ক্রিকেটে টি।

  • ওয়াসিম আকরাম (পাকিস্তান)

পাকিস্তানের এই পেস বোলিং তারকা এখনো অনেক তরুণ বোলারের জন্য আইডল। তাঁর সময়ে রীতিমত ব্যাটসম্যানদের আগুনের মুখে ফেলতেন এই বোলার। তিনিই একমাত্র পেস বোলার যার ঝুলিতে আছে ৫০২ টি আন্তর্জাতিক উইকেট। এছাড়া টেস্ট ক্রিকেটেও ওয়াসিম আকরামের আছে ৪১৪ টি উইকেট।

  • জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এমন বোলারদের মধ্যে একমাত্র এন্ডারসনেরই আছে ৯০০ উইকেট। এখনো টেস্ট ক্রিকেটে বল হাতে ঝড় তুলেন এই পেসার। তিনি হয়তো তাঁর ক্যারিয়ার শেষে অন্তত ১০০০ উইকেট এর মালিক হওয়ার স্বপ্ন দেখতেই পারেন। সবমিলিয়ে এই মুহূর্তে তাঁর আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯০১ টি। যার মধ্যে টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৬১৪ টি উইকেট। এছাড়া ওয়ানডে ক্রিকেটে আছে ২৬৯ টি এবং টিটোয়েন্টি ক্রিকেটে ১৮ উইকেটের মালিক তিনি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link