More

Social Media

Light
Dark

সেই সব উদযাপনের পেছনের গল্প

একটা ক্রিকেট মাঠে খেলার বাইরেও আরো অনেক কিছুই হয়। ক্রিকেটটা মস্তিষ্কের খেলা হওয়ায় ক্রিকেটাররা নানাভাবেই ম্যাচে ভূমিকা রাখেন। ক্রিকেট মাঠে পারফর্মেন্সের পাশাপাশি একজন ক্রিকেটার আরো নানারকম কার্যকলাপই দর্শকরা অনুসরণ করেন। সেগুলো দিয়েই ক্রিকেটাররা খুব প্রিয় হয়ে উঠেন।

এর মধ্যে সেলিব্রেশন অন্যতম। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং যেকোনো সাফল্যেই উদযাপন ক্রিকেট মাঠের এক নিয়মিত দৃশ্য। প্রতিটা উইকেট পাওয়ার পরই পুরো দল একসাথে হয়ে উদযাপন করে, কিংবা কোন ব্যাটসম্যান সেঞ্চুরির পর তিনি সেলিব্রেশন করেন। ক্রিকেট ইতিহাসে কিছু ক্রিকেটারের সেলিব্রেশন আইকনিক হয়ে যায়। অনেক উদযাপনের পেছনে থাকে দারুন সব গল্প। সেই গল্প ও উদযাপন নিয়েই এই তালিকা।

  • শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)

ক্যারিবীয় পুরো জাতীয় দলই উদযাপনের জন্য বিখ্যাত। ক্রিকেট মাঠে তাঁরা থাকা মানেই যেনো এক বাড়তি উন্মাদনা। তাঁদেরই একজন শেলডন কটরেল। বাঁহাতি এই পেসারও তাঁর উদযাপনকে এক আইকনিক পর্যায়ে নিয়ে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারই যখনই উইকেট পান তখনই তাঁর এই ভিন্নধর্মী উদযাপন করেন।

ads

উইকেট পেলেই বাইশ গজের উপর মার্চ করে একটি স্যালুট দেন এই পেসার। মূলত জ্যামাইকান ডিফেন্সে ছিলেন এই পেসার। তাই আন্তর্জাতিক ক্রিকেটে এসেও নিজের মিলিটারি জীবনের সেই চিরায়িত স্যালুট দিয়ে যাচ্ছেন কটরেল।

  • ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)

উদযাপনের এই তালিকায় একাধিক ক্যারিবীয় থাকবেন সেটা আসলের অনুমেয়ই ছিল। পেস বোলার শেলডন কটরেলের পর এই তালিকায় যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার ড্যারেন সিমি। দেশটির ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কদের একজন তিনি।

তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপও জয় করেছে ক্যারিবীয়রা। তবে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় অদ্ভুত এক উদযাপন করেন তিনি। পকেট থেকে পেসিফাইয়ার বের করে হাতে বাচ্চাদের কোলে নেয়ার মত করে দেখান। পরে তিনি জানিয়েছিলেন তাঁর বাসায় ছোট মেয়েকে রেখে এসেছেন। তাঁকে মিস করেই এমন উদযাপন।

  • বেন স্টোকস (ইংল্যান্ড)

এই মুহূর্তে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন বেন স্টোকস। তিন ফরম্যাটেই সমানতালে খেলে যাচ্ছেন ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যেই তাঁর ঝুলিতে আছে নান অর্জন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মৃত পিচে পঞ্চম দিনে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন।

সেই ইনিংস খেলার পর নিজের মধ্যমা আঙুল ভাঁজ করে রেখে বিশেষ এক উদযাপন করেছিলেন। পরে জানা যায় তাঁর বাবা রাগবি খেলার সময় এই আঙুলের ইনজুরিতে পড়েছিলেন। তবে সার্জারি করার টাকা ছিল না বলে পরে আর খেলাটাকে চালিয়ে যেতে পারেননি সেই ভদ্রলোক। সেজন্য বেন স্টোকসের এমন উদযাপন সারা ফেলেছিল গোটা দুনিয়াতেই।

  • শচীন টেন্ডুলকার (ভারত)

ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান ভারতের এই লিটল মাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে যার ঝুলিতে আছে একশোটি সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র হয়ে থাকবেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। তবে সেঞ্চুরি করার পর তাঁর উদযাপনও ক্রিকেট দুনিয়া মনে রাখবে অনন্তকাল। প্রতিবার শতরান করেই আকাশের দিকে তাকিয়ে অনেকটা নীরবেই এক উদযাপন করতেন। নিজের বাবাকে স্মরণ করেই ছিল শচীনের এমন উদযাপন।

  • ব্রেট লি (অস্ট্রেলিয়া)

ক্রিকেট ইতিহাসের সফলতম ও ভয়ংকর পেসারদের একজন ব্রেট লি। সেই সময় ব্রেট লির বিপক্ষে ব্যাট করা যেকোনো ব্যাটসম্যানের জন্যই ছিল কঠিন এক কাজ। আন্তর্জাতিক ক্রিকেটে উদযাপন করার জন্যও বেশ পরিচিত এই বোলার। বিশেষ করে তাঁর চেইনসো সেলিব্রেশন ছিল আইকনিক।

মূলত ব্রেট লির বাবা তাঁদের প্লে গ্রাউন্ডে চেইনসো মেশিন চালু করতেন কেবল টেনে টেনে। সেটাই নকল করতেন ব্রেট লি। পরে মাঠে উইকেট পাবার পরে এটাকেই উদযাপন বানিয়ে ফেলেছিলেন ব্রেট লি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link