More

Social Media

Light
Dark

ভারতের জ্বলে ওঠা সূর্য

সুরিয়াকুমার যাদব, যিনি বিরাট কোহলি-রোহিত শর্মার মত ব্যাটিং তারকাদের ভিড়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। অভিষেকের পর থেকে সমান দাপটে খেলে যাচ্ছেন ভারতীয় দলে। চলমান বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইনের অন্যতম ভরসা তিনি। পাকিস্তানের বিপক্ষে অল্প রানেই আটকে গেলেও দ্বিতীয় ম্যাচে এসেই আবারও ব্যাট হাতে অনন্য এই ডানহাতি ব্যাটার।

 গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে শুরুতে রোহিত শর্মা-বিরাট কোহলির মন্থর ব্যাটিংয়ে চাপে পড়লেও শেষ দিকে সুরিয়াকুমার যাদবের ঝড়ে ১৭৯ রানের বড় সংগ্ৰহ পায় তারা। শুরু থেকে উইকেটে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মার স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১৩৫.৯০ ও ১৪০.৯১।

তবে শেষদিকে সুরিয়াকুমারের ২০৪ স্ট্রাইক রেটে ২৫ বলে ৫১ রানের ইনিংসে শেষ আট ওভারে ৯৫ রান তোলে আকাশী নীল জার্সিধারীরা। জবাব দিতে নেমে ১২৩ রানে আটকে যায় ডাচদের ইনিংস।

ads

এবার সুরিয়াকুমারের ব্যাটিং ঝড়ের প্রশংসা করলেন সাবেক ভারতীয় ব্যাটার গৌতম গাম্ভীর। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গাম্ভীর বলেন, ‘চার নম্বরে ব্যাটিংয়ে নেমে সে অল্প ম্যাচেই শুরুর ওভার গুলোতে ব্যাটিংয়ের সুযোগ পায়। তবুও সে অসাধারণ (১৭৭.৪৮) স্ট্রাইক রেটে ১০০০ রান পূর্ণ করলো। সে যখনই ব্যাটিং করুক সঙ্গী হিসেবে বিরাট কোহলি, রোহিত শর্মা এমনকি লোকেশ রাহুল থাকলেও তাদের উপর থেকে চাপ কমিয়ে আনে।’

সাবেক বাঁ-হাতি এই ব্যাটার আরও যোগ করেন, ‘যখনই সে ব্যাট করতে নামে আগ্রাসনের সাথে বোলারদের মোকাবেলা করে। ভারতের আজকের ১৭৯ রান করার পেছনে বড় অবদান তাঁরই।’ 

আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা হন সুরিয়াকুমার যাদব। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ২ এর শীর্ষে অবস্থান করছে রোহিত শর্মার দল। আগামী ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link